عن عمر بن الخطاب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: «لو أنكم كنتم توَكَّلُون على الله حق توَكُّلِهِ لرزقكم كما يرزق الطير، تَغْدُو خِمَاصَاً، وتَرُوحُ بِطَاناَ».
[صحيح] - [رواه الترمذي وابن ماجه وأحمد]
المزيــد ...

‘উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, "c2">“তোমরা যদি প্রকৃতভাবেই আল্লাহ তা'আলার ওপর তাওয়াক্কুল কর তাহলে পাখিদের যেভাবে রিযিক দেন সেভাবে তোমাদেরও রিযিক দেবেন। পাখিরা সকাল বেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যা বেলায় ভরা পেটে ফিরে আসে।”
সহীহ - এটি ইবন মাজাহ বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

এ হাদীসটি আমাদেরকে সকল কাজে আল্লাহ তা'আলার ওপর তাওক্কুল (নির্ভরশীল) করতে নির্দেশ দেয়। তাওয়াক্কুলের হাকীকত হচ্ছে, দীন ও দুনিয়ার কাজে কল্যাণ লাভ ও অনিষ্ট দূর করার জন্যে আল্লাহ তা‘আলার ওপর নির্ভর করা। কেননা, আল্লাহ তাআলা ব্যতীত কেউ প্রদান করে না, আটকে রাখে না এবং ক্ষতি ও উপকার করে না। আর মানুষের দায়িত্ব হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করে এমন কাজ করা যা তার জন্যে উপকার নিয়ে আসে ও তার থেকে ক্ষতি দূর করে। "c2">“যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করবে, তিনিই তার জন্য যথেষ্ট হবেন।” "c2">“মুমিনগণ যেন একমাত্র আল্লাহর ওপরেই তাওয়াক্কুল করে।” অতএব, বান্দা যখন এমন করবে তখন আল্লাহ তা‘আলা তাকে রিযিক দিবেন যেমন পাখিদের রিযিক দেন যারা সকাল বেলায় ক্ষুধার্ত বের হয় এবং সন্ধায় ভরা পেটে ফিরে আসে।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী উইঘুর কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জার্মানি জাপানিজ পশতু অসমীয়া আলবেনি السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
অনুবাদ প্রদর্শন

হাদীসের শিক্ষা

  1. তাওয়াক্কুলের ফযীলত। আর এটি রিযক উপার্জনের মাধ্যমসমূহের অন্যতম মাধ্যম।
  2. উপকরণের দিকে দৃষ্টি দেওয়া তাওয়াক্কুল পরিপন্থী নয়। কারণ, তিনি সংবাদ দিয়েছেন যে, সত্যিকার তাওয়াককুল সকাল সন্ধ্যা রিযিকের অনুসন্ধ্যানে বের হওয়ার পরিপন্থী নয়।
  3. অন্তরের আমল বিষয়ে শরী‘আতের গুরুত্ব প্রদান। কারণ, তাওয়াক্কুল হলো অন্তরের আমল।
  4. রিযিক লাভের জন্য তাওয়াক্কুল হলো আধ্যাত্মিক উপায়। তবে বাহ্যিক উপায় গ্রহণ করা তার পরিপন্থী নয়।
  5. যাবতীয় বিষয়ে আল্লাহর ওপর ভরসা করা বৈধ। আর তা ঈমানের দাবিও বটে। আল্লাহ বলেন, “যদি তোমরা মু‘মিন হয়ে থাকো তবে তোমরা আল্লাহর ওপর ভরসা করো।”
আরো