শ্রেণিবিন্যাস: ফযীলত ও শিষ্ঠাচার .

عن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم : «أَبْغَضُ الرِّجَالِ إِلى اللهِ الأَلَدُّ الخَصِمُ».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

আয়েশা -রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "c2">“আল্লাহর নিকট সেই লোক সবচেয়ে বেশি ঘৃণিত, যে অতি ঝগড়াটে।”
সহীহ - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

নিশ্চয় আল্লাহ তাবারাকা ওয়াতা‘আলা কঠিন ঝগড়াটে ও সব সময় ঝগড়াকারীকে ঘৃণা করেন, যে হক্বের জন্যে মাথা নোয়ানোকে মেনে নেয় না।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ জার্মানি জাপানিজ পশতু অসমীয়া আলবেনি
অনুবাদ প্রদর্শন

হাদীসের শিক্ষা

  1. যে ব্যক্তি অধিক ঝগড়া বিবাধ করে এবং মারামারি করে তাকে আল্লাহ ঘৃণা করেন।
  2. যে ব্যক্তি মাযলুম এবং তার অধিকার আদায়ের জন্য শরয়ী প্রদ্ধতিতে এবং বৈধ পন্থায় বিবাধ করে তাতে কোনো অসুবিধা নাই। এ ধরনের ঝগড়া নিন্দনীয় ঝগড়ার আওতাধীন হবে না।
  3. যখন কোন ব্যক্তি বিরোধ করে, তবে তার কাছে অবশ্যই প্রমাণ থাকতে হবে। যাতে সে তার অধিকার লাভ করতে পারে এবং ঝগড়ায় কঠোরতা করবে না।
  4. এখানে পুরুষের কথা উল্লেখ করা তাগলীব (অধিকাংশ বুঝাতে) অধ্যায় থেকে। অন্যথায় নারীরাও এই বিধানের ক্ষেত্রে পুরুষের মতোই।
  5. যে ব্যক্তি ন্যায়ের ওপর থেকে অন্যের ওপর বিজয়ী হয় এবং অন্যকে পরাজিত করে এটি তার অধিকার এবং সে আল্লাহর নিকট প্রিয়; ঘৃণিত নয়।
  6. হাদীসের মধ্যে আল্লাহ তা‘আলার জন্য তার শান অনুযায়ী ঘৃণা সিফাত সাব্যস্ত করা হলো।
আরো