عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال: «الصلوات الخمس، والجمعة إلى الجمعة، ورمضان إلى رمضان مُكَفِّراتٌ لما بينهنَّ إذا اجتُنبَت الكبائر».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,“পাঁচ ওয়াক্ত সালাত, এক জুমু‘আ থেকে আরেক জুমু‘আ এবং এক রমযান থেকে আরেক রামাযান এর মধ্যবর্তী সময়ের জন্য কাফফারা হয়ে যাবে, যদি কবীরা গুনাহ থেকে বিরত থাকা হয়।”
সহীহ - এটি মুসলিম বর্ণনা করেছেন।
পাঁচ ওয়াক্ত সালাত কবীরা গুনাহ ব্যতীত তার মধ্যবর্তী যাবতীয় সগীরা গুনাহ মোচন করে দেয়, তবে কবীরা গুনাহ মোচন করে না। এমনি এক জুমু‘আ থেকে পরবর্তী জুমু‘আ এবং এক রামাযান থেকে পরবর্তী রামাযান মধ্যবর্তী গুনাহের জন্য কাফফারাস্বরূপ।