عن جبير بن مطعم رضي الله عنه مرفوعاً: «لا يدخل الجنة قاطع».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
জুবাইর ইবন মুত‘ইম রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, “আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না।”
সহীহ - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।
হাদীসটি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা নিষিদ্ধ হওয়ার প্রমাণ। আর এটি কবীরাহ গুনাহ। আর হাদীসের অর্থ: শাস্তি ভোগ করা ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। অন্যথায় একেবারে প্রবেশ করাকে না করা হয়নি। কারণ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কাফির নয় যে, তার ওপর জান্নাত হারাম হবে। বরং তাওহীদে বিশ্বাসী হওয়াতে তার পরিণতি অবশ্যই জান্নাত। তবে প্রবেশ করার পূর্বে গুনাহ অনুযায়ী শাস্তি ভোগ করতে হবে।