عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ في يومٍ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ عَنْهُ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি প্রত্যহ একশ বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ (অর্থ: আমরা আল্লাহ তা‘আলার প্রশংসা সহকারে তাঁর পবিত্রতা ঘোষণা করছি) বলবে তার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, তা সমুদ্রের ফেনা পরিমাণ হলেও।”
সহীহ - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।
হাদীসটিতে এই শব্দসমূহে অন্তর্ভুক্ত তাসবীহের যিকির করার ফযীলাত প্রমাণিত হয়। যে ব্যক্তি এ যিকিরটি করবে আল্লাহ তার গুনাহসমূহ যত বেশি হোক না কেন ক্ষমা করে দিবেন; যদিও তার গুনাহ সমূদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে। এটি আল্লাহর পক্ষ থেকে তার যিকিরকারী বান্দাদের প্রতি বিশেষ অনুগ্রহ। এটি সকালের যিকির। কারণ, এ হাদীসে “দিনে“-এর কথা উল্লেখ আছে । আবার এটি সন্ধ্যারও যিকির। কারণ, আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা সুবাহানাল্লাহ ওয়া বিহামদিহী একশ বার বলে, কিয়ামাতের দিন কেউ তার চেয়ে উত্তম আর কিছু নিয়ে উপস্থিত হবে না। তবে সে ব্যক্তি ব্যতীত যে তার মতো বলে অথবা তার চেয়ে অতিরিক্ত বলে।“ এটি মুসলিম বর্ণনা করেছেন।