عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ في يومٍ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ عَنْهُ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি প্রত্যহ একশ বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ (অর্থ: আমরা আল্লাহ তা‘আলার প্রশংসা সহকারে তাঁর পবিত্রতা ঘোষণা করছি) বলবে তার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, তা সমুদ্রের ফেনা পরিমাণ হলেও।”
সহীহ - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

হাদীসটিতে এই শব্দসমূহে অন্তর্ভুক্ত তাসবীহের যিকির করার ফযীলাত প্রমাণিত হয়। যে ব্যক্তি এ যিকিরটি করবে আল্লাহ তার গুনাহসমূহ যত বেশি হোক না কেন ক্ষমা করে দিবেন; যদিও তার গুনাহ সমূদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে। এটি আল্লাহর পক্ষ থেকে তার যিকিরকারী বান্দাদের প্রতি বিশেষ অনুগ্রহ। এটি সকালের যিকির। কারণ, এ হাদীসে “দিনে“-এর কথা উল্লেখ আছে । আবার এটি সন্ধ্যারও যিকির। কারণ, আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা সুবাহানাল্লাহ ওয়া বিহামদিহী একশ বার বলে, কিয়ামাতের দিন কেউ তার চেয়ে উত্তম আর কিছু নিয়ে উপস্থিত হবে না। তবে সে ব্যক্তি ব্যতীত যে তার মতো বলে অথবা তার চেয়ে অতিরিক্ত বলে।“ এটি মুসলিম বর্ণনা করেছেন।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান সিংহলী কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জার্মানি জাপানিজ
অনুবাদ প্রদর্শন

ফায়দাসমূহ

  1. আল্লাহর তাসবীহ শামিলকারী এবং আল্লাহর সাথে যে সব অপূর্ণতা ও দোষ-ত্রুটি প্রযোজ্য নয় তা থেকে তাঁকে মুক্তকারী এ যিকিরটির ফযীলত বর্ণিত হয়েছে।
  2. হাদীসটির বাহ্যিক অর্থ প্রমাণ করে, যে ব্যক্তি এ বাক্যগুলো দিনে বলবে চাই তা একসাথে বলুক বা পৃথক পৃথক বলুক অথবা কিছু দিনে এবং কিছু রাতে বলুক তাতেও তার জন্য এ সাওয়াব লাভ হবে।
  3. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু `আলাইহি ওয়াসাল্লামের বাণী, “যে ব্যক্তি বলে“ এর মধ্যে উত্তর রয়েছে তার যে বলে বান্দা তার কর্মে বাধ্য, তার কোনো ইচ্ছা নাই।
আরো