عن عائشة رضي الله عنها مرفوعاً: «إن المؤمن ليدرك بحسن خلقه درجة الصائم القائم»
[صحيح] - [رواه أبو داود وأحمد]
المزيــد ...

আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “মুমিন ব্যক্তি তার সদাচারের জন্য সাওম পালনকারী ও সালাত আদায়কারী ব্যক্তির সমান মর্যাদা লাভ করে থাকে ।”
সহীহ - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

সচ্চরিত্রের মর্যাদা: সচ্চরিত্র তার ধারককে আল্লাহর কাছে ও জান্নাতে মর্যাদার বিবেচনায় সর্বদা সাওম পালনকারী ও রাতে সালাত আদায়কারী ব্যক্তির মর্যাদায় উন্নীত করে। আর সিয়াম ও কিয়াম দু’টি মহান আমল এবং তাতে রয়েছে নফসের ওপর অনেক কষ্ট, অথচ সচ্চরিত্র একটি সহজ বিষয়।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জার্মানি জাপানিজ
অনুবাদ প্রদর্শন

ফায়দাসমূহ

  1. উত্তম চরিত্র সাওয়াব ও বিনিময়কে বাড়িয়ে দেয়, এমনকি একজন বান্দা এর কারণে সে সাওম পালনকারীর মর্যাদায় উত্তীর্ণ হয় যে লাগাতার সাওম পালন করে কখনো ইফতার করে না এবং সে কিয়ামুল লাইল পালনকারীর মর্যাদায় উত্তীর্ণ হয় যে ক্লান্ত হয় না।
আরো