عن عائشة رضي الله عنها مرفوعاً: «إن المؤمن ليدرك بحسن خلقه درجة الصائم القائم»
[صحيح] - [رواه أبو داود وأحمد]
المزيــد ...
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “মুমিন ব্যক্তি তার সদাচারের জন্য সাওম পালনকারী ও সালাত আদায়কারী ব্যক্তির সমান মর্যাদা লাভ করে থাকে ।”
সহীহ - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন।
সচ্চরিত্রের মর্যাদা: সচ্চরিত্র তার ধারককে আল্লাহর কাছে ও জান্নাতে মর্যাদার বিবেচনায় সর্বদা সাওম পালনকারী ও রাতে সালাত আদায়কারী ব্যক্তির মর্যাদায় উন্নীত করে। আর সিয়াম ও কিয়াম দু’টি মহান আমল এবং তাতে রয়েছে নফসের ওপর অনেক কষ্ট, অথচ সচ্চরিত্র একটি সহজ বিষয়।