عن أبي كريمة المقداد بن معد يكرب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «إِذَا أَحَبَّ الرَّجُلُ أَخَاهُ، فَلْيُخْبِرْهُ أَنَّهُ يُحِبُّهُ».
[صحيح] - [رواه أبو داود والترمذي والنسائي في السنن الكبرى وأحمد]
المزيــد ...

আবূ কারীমা মিকদাদ ইবন মা’দী কারিব রাদিয়াল্লাহু ‘আনহু হতে মার‘ফু হিসেবে বর্ণিত, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন কোন মানুষ তার ভাইকে ভালোবাসে, তখন সে যেন তাকে জানিয়ে দেয় যে, সে তাকে ভালোবাসে।”
সহীহ - এটি তিরমিযী বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

অসংখ্য হাদীস আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসার দাওয়াত দিয়েছে ও তার সাওয়াবের সংবাদ প্রদান করেছে। আর এ হাদীসিটি একটি গুরুত্বপূর্ণ অর্থের প্রতি ইঙ্গিত দেয়, যা মু’মিনদের একে অপরের সম্পর্কের মাঝে বড় প্রতিক্রিয়ার সৃষ্টি করে, যেমন মহব্বতকেও ছড়িয়ে দেয়। আর তা হলো, সে তার ভাইকে জানিয়ে দিবে যে, সে তাকে মুহাব্বত করে। এটি ইসলামী সমাজের মানুষের মধ্যে মহব্বত ছড়িয়ে দিয়ে ও ইসলামী ভ্রাতৃত্ব দ্বারা সামাজিক বন্ধন শক্তিশালী করে সামাজিক ভিত্তিকে ফাটল ও বিচ্ছিন্নতা থেকে রক্ষা করার নির্দেশ দেয়। আর এসব বাস্তবায়িত হয়, মহব্বতের উপকরণসমূহ বাস্তবায়ন করার দ্বারা। যেমন, আল্লাহর জন্যে একে অপরকে মহব্বতকারীর মাঝে মহব্বতের বিষয়টি জানাজানি করা।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ জার্মানি জাপানিজ পশতু অসমীয়া আলবেনি
অনুবাদ প্রদর্শন

হাদীসের শিক্ষা

  1. যে তার ভাইকে আল্লাহর জন্যে ভালোবাসে সে যেন তা তাকে জানিয়ে দেয়।
  2. জানাজানি করার উপকারিতা হলো, সে যখন জানবে যে, লোকটি তাকে মহব্বত করে তখন সে যে সব ভালো কর্মের দিকে তাকে পথ দেখাবে, তা কবুল করবে। আর তার অগোচরে থেকে যাওয়া যে সব কল্যাণের পথ দেখাবে, তা সে প্রত্যাখ্যান করবে না।
  3. আল্লাহর জন্য যাকে মহব্বত করা হয়, তাকে তা জানিয়ে দেওয়া মুস্তাহাব। যাতে মহব্বত ও ভালোবাসা আরও বৃদ্ধি পায়।
আরো