عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «أكْثَرُ مَا يُدْخِلُ الْجَنَّةَ تَقْوَى اللَّهِ وَحُسْنُ الْخُلُقِ».
[حسن صحيح] - [رواه الترمذي]
المزيــد ...

আবূ হুরায়রা রাদিয়াল্লাহ ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,‘‘যে জিনিস অধিকহারে জান্নাতে প্রবেশ করাবে তা হলো, আল্লাহর তাকওয়া ও উত্তম চরিত্র।”
হাসান, সহীহ - এটি তিরমিযী বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

হাদীসটি দ্বারা তাকওয়ার ফযীলত এবং তা যে জান্নাতে প্রবেশের কারণ তা প্রমাণিত হয়। অনুরূপভাবে উত্তম চরিত্রের ফযীলতও প্রমাণিত হয়। আরও প্রমাণিত হয় যে, "c2">“তাকওয়া ও উত্তম চরিত্র” এ দুটি বিষয় বান্দাকে জান্নাতে প্রবেশ করানোর বড় ও অধিক উপকরণসমূহের অন্যতম।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী উইঘুর কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জার্মানি জাপানিজ পশতু অসমীয়া আলবেনি السويدية الأمهرية
অনুবাদ প্রদর্শন

হাদীসের শিক্ষা

  1. শরী`আত প্রণেতার উল্লিখিত উপকরণ ও আমলসমূহ দ্বারাই জান্নাতে প্রবেশ করা হবে।
  2. জান্নাতে প্রবেশের কারণসমূহ হতে কিছু কারণ আছে যা আল্লাহর সাথে সম্পৃক্ত। তন্মধ্যে কিছু বর্ণনা হাদীসে এসেছে- আল্লাহর তাকওয়া অবলম্বন করা। আর কিছু আছে যা মাখলুকের সাথে সম্পৃক্ত। তন্মধ্যে কিছু হলো উত্তম চরিত্র।
  3. হাদীসটি তাকওয়ার ফযীলাতের ওপর দলীল। আর এটি জান্নাতে প্রবেশের অন্যতম কারণ।
  4. অনেক ইবাদতের ওপর উত্তম চরিত্রের ফযীলত বেশি। আর এটিও জান্নাতে প্রবেশের অন্যতম কারণ।
আরো