عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «أكْثَرُ مَا يُدْخِلُ الْجَنَّةَ تَقْوَى اللَّهِ وَحُسْنُ الْخُلُقِ».
[حسن صحيح] - [رواه الترمذي]
المزيــد ...
আবূ হুরায়রা রাদিয়াল্লাহ ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,‘‘যে জিনিস অধিকহারে জান্নাতে প্রবেশ করাবে তা হলো, আল্লাহর তাকওয়া ও উত্তম চরিত্র।”
হাসান, সহীহ - এটি তিরমিযী বর্ণনা করেছেন।
হাদীসটি দ্বারা তাকওয়ার ফযীলত এবং তা যে জান্নাতে প্রবেশের কারণ তা প্রমাণিত হয়। অনুরূপভাবে উত্তম চরিত্রের ফযীলতও প্রমাণিত হয়। আরও প্রমাণিত হয় যে, “তাকওয়া ও উত্তম চরিত্র” এ দুটি বিষয় বান্দাকে জান্নাতে প্রবেশ করানোর বড় ও অধিক উপকরণসমূহের অন্যতম।