عن سهل بن سعد رضي الله عنهما مرفوعاً: «من يضمن لي ما بين لَحْيَيْهِ وما بين رجليه أضمن له الجنة».
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...

সাহল ইবন সা‘দ রাদিয়াল্লাহু ‘আনহু হতে মারফু‘ হিসেবে বর্ণিত, "c2">“যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী (অঙ্গ জিভ) এবং দুই পায়ের মধ্যবর্তী (অঙ্গ গুপ্তাঙ্গ) সম্বন্ধে নিশ্চয়তা দিবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিব।”
সহীহ - এটি বুখারী বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম দু’টি বিষয়ের প্রতি দিক নির্দেশনা দেন। একজন মুসলিম যদি এ দু’টি বিষয়কে যথাযথভাবে পালন করে, যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তার মুত্তাকী বান্দাদের দিয়েছেন তাতে প্রবেশ করতে সে সক্ষম হবে। আর এ দুটি বিষয় হলো, আল্লাহ অসন্তুষ্ট হন এমন কথা বলা থেকে জবানকে সংরক্ষণ করা। আর দ্বিতীয় বিষয় হলো, লজ্জাস্থানকে ব্যভিচার থেকে রক্ষা করা।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী উইঘুর কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জার্মানি জাপানিজ পশতু অসমীয়া আলবেনি السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
অনুবাদ প্রদর্শন

হাদীসের শিক্ষা

  1. জবান ও লজ্জাস্থানকে হারামে লিপ্ত হওয়া থেকে হিফাযত করা জান্নাতে প্রবেশের কারণ।
  2. জাহান্নামে প্রবেশের অধিকাংশ কারণ হলো লজ্জাস্থান ও জবানের হিফাযত না করা।
আরো