عن ابن مسعود رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم : «الجنة أقرب إلى أحدكُم من شِرَاكِ نَعْلِه، والنار مِثلُ ذلك».
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...

ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন: নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, "c2">“জান্নাত তোমাদের কারো জুতোর ফিতার চেয়েও অধিক নিকটবর্তী এবং জাহান্নামও তদ্রুপ।”
সহীহ - এটি বুখারী বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দেন যে, জান্নাত ও জাহান্নাম মানুষের পায়ে হেঁটে ভ্রমন করার মতোই খুব নিকটবর্তী। কারণ,আল্লাহর সন্তুষ্টি লাভে সে কোন একটি ভালো আমল করল, সে ধারণা করেনি যে, তা এ পর্যন্ত পৌঁছবে কিন্তু দেখা গেল তা তাকে জান্নাতুন না‘ঈমে পৌঁছে দিল। আর কোন সময় এমন একটি অপরাধ করল, যার প্রতি সে ভ্রুক্ষেপ করে না, অথচ তা আল্লাহর অসন্তুষ্টির কারণ হলো, ফলে তার কারণে সে জাহান্নামের এতো এতো বছরের দূরত্বে নিক্ষিপ্ত হলো অথচ সে জানে না।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী উইঘুর কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জার্মানি জাপানিজ পশতু অসমীয়া আলবেনি السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
অনুবাদ প্রদর্শন

হাদীসের শিক্ষা

  1. আনুগত্য মানুষকে জান্নাতের দিকে পৌছায়, আর গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়।
  2. জান্নাত লাভ করা সহজ। যখন নিয়ত সহীহ হয় এবং নেক আমল করে।
  3. সাওয়াব ও গুনাহ কখনো খুব সহজ বস্তুতে হয়ে থাকে। তাই একজন মানুষের জন্য উচিত হলো কোন সামান্য আমল করতে বিমুখ না হওয়া এবং সামান্য খারাপ কাজ করতে বিরত থাকা।
  4. সামান্য কল্যাণকর কাজে উৎসাহ দেওয়া যদিও তা কম হয় এবং সামান্য খারাপ কাজে ভয় দেখানো যদিও তা কম হয়।
  5. শ্রোতাকে বক্তব্য বুঝাতে উদাহরণ পেশ করা।
আরো