عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: «كل أمتي يدخلون الجنة إلا من أَبَى». قيل: ومَنْ يَأْبَى يا رسول الله؟ قال: «من أطاعني دخل الجنة، ومن عصاني فقد أَبَى».
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, "c2">“আমার সকল উম্মাতই জান্নাতে প্রবেশ করবে; কিন্তু যে অস্বীকার করল। তারা বলল, কে অস্বীকার করবে। তিনি বললেন: যারা আমার অনুসরণ করল তারা জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্য হলো সে-ই অস্বীকার করল।”
সহীহ - এটি বুখারী বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতকে সুসংবাদ দিয়ে বলেন, "c2">“আমার সকল উম্মাতই জান্নাতে প্রবেশ করবে” অর্থাৎ দাওয়াত কবুলকারী উম্মত। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতেসনা করে বলেন, "c2">“কিন্তু যে অস্বীকার করল।” অর্থাৎ তাদের থেকে যে এমন আনুগত্য ত্যাগ করে নাফরমানি করল, যা জান্নাতে প্রবেশের মাধ্যম। কারণ, যে কোনো জিনিসের উপায়কে ত্যাগ করল যে উপায় ব্যতীত ঐ জিনিস হাসিল হয় না, সে যেন অস্বীকার করল, অর্থাৎ বিরত থাকলো। তাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের প্রতি কঠোরতা প্রদর্শনপূর্বক। অথবা তিনি উম্মত দ্বারা দাওয়াতের উম্মত উদ্দেশ্য করেছেন। আর যে দাওয়াত গ্রহণ করল না সে তা কবুল করা থেকে বিরত থেকে কুফরী করল। অতঃপর সাহাবায়ে কেরাম বললেন, "c2">“কে অস্বীকার করবে হে আল্লাহর রাসূল!” তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উত্তর দিলেন, "c2">“যারা আমার অনুসরণ করবে” অর্থাৎ আমার কথা শুনল এবং আমি যা নিয়ে এসেছি তা মানল। "c2">“তারা জান্নাতে প্রবেশ করবে”। আর "c2">“যে আমার অবাধ্য হল” সত্যায়ন না করে অথবা নিষিদ্ধ কাজ করে "c2">“সে-ই অস্বীকার করল।” অর্থাৎ সে অস্বীকার করার মাধ্যমে নিজের খারাপ পরিণতি ডেকে নিল। এর উপর ভিত্তি করে বলা যায়, যে অস্বীকৃতি জ্ঞাপন করল সে যদি কাফির হয়; সে কোনোভাবেই জান্নাতে প্রবেশ করবে না। আর যে অস্বীকার করল সে যদি মুসলিম হয় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না, যতক্ষণ না তাকে আগুন দ্বারা পবিত্র করা হয়। এরূপ ব্যক্তিকে কখনো আল্লাহ ক্ষমা করে দিবেন, মোটেই আযাব দিবেন না, যদিও সে সকল পাপ করে।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী উইঘুর কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জার্মানি জাপানিজ পশতু অসমীয়া আলবেনি السويدية الأمهرية
অনুবাদ প্রদর্শন

হাদীসের শিক্ষা

  1. আল্লাহ তার বান্দাদের সৃষ্টি করেছেন যাতে তিনি তাদের প্রতি দয়া করেন এবং তাদের তিনি তার রহমাতের ঘরে প্রবেশ করান।
  2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ হতে মুবাল্লিগ।
  3. যে ব্যক্তি আল্লাহর রাসূলের নাফরমানি করল সে যেন আল্লাহর রহমতকে প্রত্যাখ্যান করল।
  4. আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেওয়া জাহান্নামকে আবশ্যক করে।
  5. দুনিয়া ও আখিরাতে মানুষের মুক্তি রাসূলের আদর্শ অনুসরণের মধ্যে নিহিত।
  6. হাদীসটির মধ্যে এ উম্মাতের আনুগত্যকারীদের জন্য সবোর্চ্চ সু-সংবাদ রয়েছে-তারা সবাই জান্নাতে প্রবেশ করবে একমাত্র তারা ছাড়া যারা আল্লাহ ও তার রাসূলের নাফরমানী করে এবং প্রবৃত্তির অনুসরণ করে।
আরো