+ -

عن سعد بن أبي وقاص رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول:
«إِنَّ اللهَ يُحِبُّ الْعَبْدَ التَّقِيَّ الْغَنِيَّ الْخَفِيَّ».

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2965]
المزيــد ...

সা‘দ ইবনু আবী ওয়াক্কাস রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন:
“নিশ্চয় আল্লাহ তা‘আলা মুত্তাকী, আত্মনির্ভরশীল ও আত্মগোপনকারী (নিজের গুণ প্রকাশে অনিচ্ছুক) বান্দাকে ভালোবাসেন।”

[সহীহ] - [এটি মুসলিম বর্ণনা করেছেন।] - [সহীহ মুসলিম - 2965]

ব্যাখ্যা

এই হাদীসে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে, মহান আল্লাহ তা‘আলা তাঁর কতিপয় বান্দাকে ভালোবাসেন।
তার অন্তর্ভুক্ত হলো, তাকওয়া অবলম্বনকারী: যিনি আল্লাহর আদেশসমূহ মান্যকারী এবং তাঁর নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা ব্যক্তি।
তিনি ভালোবাসেন আত্মনির্ভরশীল ব্যক্তিকে: যিনি মানুষের থেকে অমুখাপেক্ষী হয়ে মহান আল্লাহর কাছে মুখাপেক্ষী হয় এবং তিনি ব্যতীত অন্য কারো দিকে দৃষ্টিপাত করে না।
তিনি ভালোবাসেন আত্মগোপনকারীকে: তিনি হলেন বিনয়াবনত তার রবের ইবাদতকারী, উপকারী কাজে ব্যস্ত থাকে, তাকে কেউ চিনুক বা না চিনুক, তার প্রশংসা ও গুণগান কেউ করুক, এ ব্যাপারে তার কোন ভ্রুক্ষেপ নেই।

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান উইঘুর ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জার্মানি জাপানিজ পশতু অসমীয়া আলবেনি সুইডিশ আমহারিক ডাচ গুজরাটি কিরগিজ নেপালি ইউরুবা লিথুনীয় দারি সার্বিয়ান সোমালি তাজিক কিনিয়ারওয়ান্ডা রোমানিয়ান হাঙ্গেরিয়ান চেক الموري মালাগাসি ফুলানি ইতালীয় অরমো কন্নড় الولوف البلغارية আজারী ইউক্রেনীয় الجورجية المقدونية
অনুবাদ প্রদর্শন

হাদীসের শিক্ষা

  1. হাদীসে আল্লাহ তা‘আলা কর্তৃক বান্দাকে ভালোবাসার কতিপয় গুণাবলী বর্ণিত হয়েছে। আর সেগুলো হলো: আল্লাহর তাকওয়া অবলম্বন, বিনয় এবং আল্লাহর বণ্টনে সন্তুষ্ট থাকা।
আরো