عن أبي مسعود البدري رضي الله عنه مرفوعاً: «إذا أَنْفَقَ الرجلُ على أهله نَفَقَةً يَحْتَسِبُهَا فهي له صَدَقَةٌ».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

আবূ মাসউদ আল-বাদরী-রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, "c2">“যখন ব্যক্তি তার পরিবারের ওপর সাওয়াবের উদ্দেশ্যে কোনো খরচ করে, সেটা তার জন্য সদকা।”
সহীহ - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

যখন কোন ব্যক্তি তার পরিবারের যাদের ওপর খরচা করা ওয়াজিব যেমন, স্ত্রী ও তার সন্তানাদি ইত্যাদি তাদের ওপর খরচ করে তা দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করতে চায় এবং তার নিকট সাওয়াবের আশা করে, তাকে অবশ্যই এ খরচ করা দ্বারা ফকীর ইত্যাদির ওপর সাদকা করার সাওয়াব দান করা হবে।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী উইঘুর কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জার্মানি জাপানিজ পশতু অসমীয়া আলবেনি السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
অনুবাদ প্রদর্শন

হাদীসের শিক্ষা

  1. পরিবারের জন্য খরচ করা দ্বারা সাওয়াব ও বিনিময় লাভ। মুমিন তার আমল দ্বারা আল্লাহর সন্তুষ্টি এবং তার নিকট যে সাওয়াব ও বিনিময় রয়েছে তা তালাশ করে।
আরো