عن أبي مسعود البدري رضي الله عنه مرفوعاً: «إذا أَنْفَقَ الرجلُ على أهله نَفَقَةً يَحْتَسِبُهَا فهي له صَدَقَةٌ».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
আবূ মাসউদ আল-বাদরী-রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “যখন ব্যক্তি তার পরিবারের ওপর সাওয়াবের উদ্দেশ্যে কোনো খরচ করে, সেটা তার জন্য সদকা।”
সহীহ - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।
যখন কোন ব্যক্তি তার পরিবারের যাদের ওপর খরচা করা ওয়াজিব যেমন, স্ত্রী ও তার সন্তানাদি ইত্যাদি তাদের ওপর খরচ করে তা দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করতে চায় এবং তার নিকট সাওয়াবের আশা করে, তাকে অবশ্যই এ খরচ করা দ্বারা ফকীর ইত্যাদির ওপর সাদকা করার সাওয়াব দান করা হবে।