عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال وهو على المِنْبَر، وذكر الصدقة والتَّعَفُّفَ عن المسألة: «اليدُ العُلْيَا خير من اليدِ السُّفْلَى، واليد العُلْيَا هي المُنْفِقَةُ، والسُّفْلَى هي السَائِلة».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

ইবন ‘উমার রাদিয়াল্লাহুমা ‘আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরের উপর থাকা অবস্থায় সাদকা করা ও যাচ্ঞা করা থেকে বেঁচে থাকা সম্পর্কে আলোচনা করে বলেন, "c2">“উপরের হাত নিচের হাত অপেক্ষা উত্তম। উপরের হাত দাতার, আর নিচের হাত যাচ্ঞাকারীর।”
সহীহ - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকার ফযীলত ও মানুষের কাছে হাত পাতা নিন্দনীয় হওয়ার সংবাদ দিচ্ছেন। তিনি আরও জানাচ্ছেন যে, ইবাদত বন্দেগী ও ভালো কর্মে যে ব্যক্তি তার সম্পদ ব্যয় করে, সে ঐ ব্যক্তি থেকে উত্তম যে মানুষের কাছে তাদের সম্পদের জন্য হাত পাতে।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী উইঘুর কুর্দি হাউসা তামিল
অনুবাদ প্রদর্শন
আরো