عن أبي هريرة عبدالرحمن بن صخر الدوسي رضي الله عنه مرفوعاً: .«قال الله تعالى: أنفق يا ابن آدم ينفق عليك».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

আবূ হুরায়রা আব্দুর রহমান ইবন সখর আদ-দাউসী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, মহান আল্লাহ বলেছেন, "c2">“হে আদম সন্তান! তুমি খরচ কর, তোমার ওপরও খরচ করা হবে।”
সহীহ - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

"c2">“তুমি খরচ কর তোমার ওপরও খরচ করা হবে।” অর্থাৎ সম্পদ ব্যয় ও খরচ করার সময় দারিদ্রের ভয় করো না এবং তুমি কৃপণ হয়ো না। কেননা তুমি যদি অন্যের ওপর সম্পদ ব্যয় করো তাহলে আল্লাহ তোমার ওপরও সম্পদ ব্যয় করবেন। তোমাদের কাছে যা কিছু আছে তা শেষ হলেও আল্লাহর কাছে যা আছে তা অবশিষ্ট থাকবে তথা জমা থাকবে। এ হাদীসটির বক্তব্য আল্লাহর নিম্নোক্ত বাণীর সাথে সঙ্গতিপূর্ণ, "c2">“আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় কর তিনি পরে তার বিনিময় দিবেন।” (সূরা সাবা, আয়াত: ৩৯)। অতএব, এ হাদীসে কল্যাণকর কাজে ব্যয়ের প্রতি উৎসাহিত করা হয়েছে এবং মহান আল্লাহর অপরিসীম অনুগ্রহে পরকালে তার বিনিময় পাওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী উইঘুর কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জার্মানি জাপানিজ পশতু অসমীয়া আলবেনি السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
অনুবাদ প্রদর্শন

হাদীসের শিক্ষা

  1. দান সদকা করা রিযিক বৃদ্ধির কারণ।
  2. বান্দা গরীব ও অভাবীদের যে পরিমাণ দান করে আল্লাহ তাকে সে পরিমাণ দান করেন।
  3. আল্লাহর ধন ভান্ডার পরিপূর্ণ যা কখনা শেষ হয় না। আর আল্লাহ দয়ালু। তিনি খরচ করার ভয়ে ধরে রাখেন না।
আরো