+ -

عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: «ما مِنْ يومٍ يُصْبِحُ العِبادُ فيهِ إلا مَلَكَانِ يَنْزِلَانِ، فيقولُ أَحَدُهُمَا: اللهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا، ويقولُ الآخَرُ: اللهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক মারফু হিসেবে বর্ণিত, “যে দিনেই বান্দারা যখন ভোর করে দু’জন ফিরিশতা অবতরণ করেন। তাদের একজন বলেন, ‘হে আল্লাহ! দাতাকে তার দানের বিনিময় দিন।’ আর অপরজন বলেন, ‘হে আল্লাহ! কৃপণকে ধ্বংস দিন।”
[সহীহ] - [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

ব্যাখ্যা

মানুষের ওপর দিয়ে এমন কোনো দিন অতিবাহিত হয় না যেদিন দুইজন ফিরিশতা অবতীর্ণ হয় না। তাদের একজন বলে, হে আল্লাহ! যে ব্যক্তি তার সম্পদ থেকে কল্যাণমূলক কর্মে দান করে, যেমন, ইবাদাত, পরিবার-পরিজন ও মেহমানদারী ইত্যাদিতে, তাকে আপনি দুনিয়া ও আখিরাতে বিনিময় দান করুন। অপর ফিরিশতা বলেন, হে আল্লাহ! কৃপণ যে তার ওপর আল্লাহ যে সম্পদ ব্যয় করা ওয়াজিব করেছে তা থেকে বিরত থাকে আপনি তাকে ও তার সম্পদকে ধ্বংস করুন।

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান উইঘুর ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম সুওয়াহিলি থাই পশতু অসমীয়া আমহারিক ডাচ গুজরাটি নেপালি
অনুবাদ প্রদর্শন
আরো