عن سعد بن عبادة رضي الله عنه أنه قال:
يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أُمَّ سَعْدٍ مَاتَتْ، فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟، قَالَ: «الْمَاءُ»، قَالَ: فَحَفَرَ بِئْرًا، وَقَالَ: هَذِهِ لِأُمِّ سَعْدٍ.
[حسن بمجموع طرقه] - [رواه أبو داود والنسائي وابن ماجه] - [سنن أبي داود: 1681]
المزيــد ...
সাদ ইবন উবাদাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন:
হে আল্লাহর রাসূল, উম্মু সা‘দ মারা গেছেন, কোন সদকা সবচেয়ে উত্তম হবে? তিনি বললেন: “পানি”, তিনি বলেন: সে একটি কূপ খনন করলেন এবং বললেন: এটি উম্মু সা‘দের জন্য।
- - [সুনানে আবু দাউদ - 1681]
উম্মু সা‘দ ইবনু উবাদাহ রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, ফলে তিনি সর্বোত্তম সদকা সম্পর্কে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, যেন তার মায়ের পক্ষ থেকে তা সদকা করতে পারেন? নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে সংবাদ দিলেন: সর্বোত্তম সদকা হলো পানি, ফলে তিনি একটি কূপ খনন করলেন এবং তা মায়ের জন্য সদকা করলেন।