+ -

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قالَ: قالَ رَسُولُ اللَّهِ صلَّى اللَّهُ عليْه وسلَّمَ:
«دِينَارٌ أَنْفَقْتَهُ فِي سَبِيلِ اللهِ، وَدِينَارٌ أَنْفَقْتَهُ فِي رَقَبَةٍ، وَدِينَارٌ تَصَدَّقْتَ بِهِ عَلَى مِسْكِينٍ، وَدِينَارٌ أَنْفَقْتَهُ عَلَى أَهْلِكَ أَعْظَمُهَا أَجْرًا الَّذِي أَنْفَقْتَهُ عَلَى أَهْلِكَ».

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 995]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
“যে দিনার তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছ, যে দিনার তুমি গোলাম আযাদ করতে খরচ করেছ, যে দিনার তুমি মিসকিনের উপর খরচ করেছ এবং যেটি তুমি পরিবারে খরচ করেছ, তার মধ্যে তুমি যেটি পরিবারের জন্য সেটির সাওয়াবই সবচেয়ে বেশী।”

[সহীহ] - [এটি মুসলিম বর্ণনা করেছেন।] - [সহীহ মুসলিম - 995]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু প্রকারের ব্যয়ের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন: এক দিনার, যা তুমি আল্লাহর পথে জিহাদে খরচ করেছ; এক দিনার, যা তুমি কোনো দাসকে দাসত্ব থেকে মুক্ত করার জন্য খরচ করেছ; এক দিনার, যা তুমি কোনো দরিদ্র ও অভাবগ্রস্ত ব্যক্তির জন্য সদকা দিয়েছ; এবং এক দিনার, যা তুমি তোমার পরিবার-পরিজনের জন্য ব্যয় করেছ। এরপর তিনি জানান যে, এগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সওয়াবের ব্যয় হলো সেই দীনার যা তুমি তোমার পরিবার, সন্তান এবং যাদের ভরণপোষণ তোমার দায়িত্ব তাদের জন্য ব্যয় করেছ।

হাদীসের শিক্ষা

  1. আল্লাহর পথে ব্যয় করার অনেক ক্ষেত্র রয়েছে।
  2. ব্যয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া, যেমন যখন সব খাতে ব্যয় করা সম্ভব না হয়, তখন পরিবারের জন্য ব্যয় করা অগ্রাধিকার পাবে।
  3. ইমাম নববী রহিমাহুল্লাহ মুসলিমের ব্যাখ্যায় বলেছেন: পরিবারের ওপর ব্যয় করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে এবং এতে রয়েছে বিপুল সওয়াবের ঘোষণা। কারণ, পরিবারের মধ্যে কেউ কেউ আত্মীয়তার কারণে ব্যয়ের হকদার, কেউ স্বেচ্ছায় দান ও সদকার মাধ্যমে উপকৃত হয়, আবার কেউ বিবাহসূত্রে বা মালিকানার কারণে ব্যয়ের অধিকার রাখে। এ সবই উত্তম এবং উৎসাহিত কাজ, এবং এটি স্বেচ্ছামূলক সদকার চেয়ে উত্তম।
  4. সিন্দী রহিমাহুল্লাহ বলেছেন: হাদীসের বক্তব্য ""দিনার, যা সে তার পরিবারের জন্য ব্যয় করে""—এর অর্থ হলো, যদি সে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং পরিবারের হক আদায়ের নিয়তে তা ব্যয় করে।
  5. আবু কিলাবা (রহ.) বলেছেন: এমন কোন ব্যক্তির চেয়ে বড় সওয়াবের অধিকারী আর কে হতে পারে, যে তার ছোট ছোট সন্তানদের জন্য ব্যয় করে, তাদেরকে (অপরের কাছে চাওয়ার) লজ্জা থেকে রক্ষা করে বা আল্লাহ তাদেরকে এর মাধ্যমে উপকৃত করেন এবং তাদেরকে অভাবমুক্ত করেন?!
অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ তেলেগু সুওয়াহিলি থাই অসমীয়া আমহারিক ডাচ গুজরাটি দারি রোমানিয়ান হাঙ্গেরিয়ান মালাগাসি الولوف ইউক্রেনীয় الجورجية المقدونية الخميرية الماراثية
অনুবাদ প্রদর্শন
আরো