عن خولة بنت حكيم رضي الله عنها مرفوعًا: «مَن نزَل مَنْزِلًا فقال: أعوذ بكلمات الله التَّامَّات من شرِّ ما خلَق، لم يَضُرَّه شيءٌ حتى يَرْحَلَ مِن مَنْزِله ذلك».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

খাওলা বিনতে হাকীম রাদিয়াল্লাহু আনহা থেকে মারফূ হিসিবে বর্ণিত, "যে ব্যক্তি কোখাও অবতরণ করে এ দু`আ (أعوذ بكلمات الله التَّامَّات من شرِّ ما خلَق) পাঠ করে, যতক্ষণ পর্যন্ত সে জায়গা থেকে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত কোন কিছুই তার কোন ক্ষতি করতে পারবে না।"
সহীহ - এটি মুসলিম বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাতকে উপকারী আশ্রয় প্রার্থনার প্রতি দিক নির্দেশনা দেন। মানুষ কোন নতুন জায়গায় সফরে গেলে বা বিনোদনের উদ্দেশ্যে গেলে বা অন্য কোন কারণে গেলে সে যত প্রকার অনিষ্টের আশঙ্কা করে এটি দ্বারা তা প্রতিহত হবে। যেমন আল্লাহর কালাম দ্বারা আশ্রয় প্রার্থনা করল যিনি হলেন শিফা দানকারী এবং সব ধরনের দোষ-ত্রুটি থেকে নিরাপদ। যাতে এ স্থানে যতক্ষণ থাকবে সে স্থানের সব কষ্টদায়ক বস্তু নিরাপদ থাকে।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী উইঘুর কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জার্মানি জাপানিজ পশতু অসমীয়া আলবেনি السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
অনুবাদ প্রদর্শন

হাদীসের শিক্ষা

  1. আশ্রয় প্রার্থনা করাও ইবাদত।
  2. বৈধ ইস্তি`আযা হলো যে গুলো আল্লাহর মাধ্যমে অথবা আল্লাহর নাম ও সিফাত দ্বারা হয়ে থাকে।
  3. অবশ্যই আল্লাহর কালাম মাখলুক নয়। কারণ, আল্লাহ তা`আলা তার দ্বারা আশ্রয় চাওয়াকে বৈধ করেছেন। আর মাখলুক দ্বারা আশ্রয় চাওয়া শির্ক। ফলে এটি প্রমাণ করে যে তা মাখলুক নয়।
  4. সংক্ষিপ্ত হওয়া সত্ত্বেও দু`আরটি ফযীলতপূর্ণ।
  5. সৃষ্টিসমূহের লাগাম আল্লাহর হাতে।
  6. এ দু`আর বরকতের বর্ণনা।
  7. কুরআনের ব্যাপকতা এবং পূর্ণাঙ্গতার বর্ণনা
আরো