عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما مرفوعاً: قال: لم يكن رسول الله صلى الله عليه وسلم فاحشاً ولا متفحشاً، وكان يقول: «إن من خياركم أحسنكم أخلاقًا».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

‘আবদুল্লাহ ইবন ‘আমর ইবনুল ‘আস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ভাষী ও অসদাচারী ছিলেন না। তিনি বলতেন, "c2">“তোমাদের মধ্যে সে ব্যক্তিই সর্বশ্রেষ্ঠ যে নৈতিকতায় সর্বোত্তম।”
সহীহ - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কোনো অবস্থাতেই অশ্লীল ভাষী ও অন্যায় কর্ম সম্পাদনকারী ছিলেন না। তিনি সে রকম কোনো কাজ ইচ্ছা-অনিচ্ছায়ও করেন নি; বরং তিনি মহান চরিত্রের অধিকারী ছিলেন। তিনি বলেছেন, সে ব্যক্তি সর্বোত্তম মুমিন যে সর্বোত্তম চরিত্রের অধিকারী; কেননা উত্তম চরিত্র ভালো কাজের দিকে আহ্বান করে ও অন্যায় কাজ থেকে বিরত রাখে।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী উইঘুর কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জার্মানি জাপানিজ পশতু অসমীয়া আলবেনি السويدية الأمهرية
অনুবাদ প্রদর্শন

হাদীসের শিক্ষা

  1. মুমিনের ওপর কর্তব্য হলো সে মন্দ কথা এবং খারাপ কর্ম থেকে দূরে থাকবে।
  2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত সুন্দর ছিল যে, তার থেকে কখনো ভালো আমল এবং সুন্দর কথা ছাড়া আর কিছু প্রকাশ পায়নি।
  3. মুমিনদের মাঝে উত্তম চরিত্র হলো প্রতিযোগিতার খোলা মাঠ। যে তাতে অগ্রগামী হবে সে মুমিনদের মধ্যে সর্ব উত্তম এবং সর্বাধিক পরিপূর্ণ ঈমানদার।
আরো