+ -

عَنْ جَابِرٍ رَضيَ اللهُ عنهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ مِنْ أَحَبِّكُمْ إِلَيَّ وَأَقْرَبِكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ القِيَامَةِ أَحَاسِنَكُمْ أَخْلاَقًا، وَإِنَّ أَبْغَضَكُمْ إِلَيَّ وَأَبْعَدَكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ القِيَامَةِ الثَّرْثَارُونَ وَالمُتَشَدِّقُونَ وَالمُتَفَيْهِقُونَ»، قَالُوا: يَا رَسُولَ اللهِ، قَدْ عَلِمْنَا الثَّرْثَارُونَ وَالمُتَشَدِّقُونَ فَمَا الْمُتَفَيْهِقُونَ؟ قَالَ: «الْمُتَكَبِّرُونَ».

[صحيح] - [رواه الترمذي] - [سنن الترمذي: 2018]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“নিশ্চয় কিয়ামতের দিন তোমাদের থেকে আমার নিকট সবচেয়ে বেশি প্রিয় এবং মজলিসে আমার সবচেয়ে কাছের সেই হবে, যে তোমাদের ভেতর চরিত্রের বিচারে সবচেয়ে সুন্দর। পক্ষান্তরে কিয়ামতের দিন তোমাদের থেকে আমার নিকট সবচেয়ে বেশি গোস্বার ও মজলিসে আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে ইনিয়ে-বিনিয়ে কথকেরা ও বাচালেরা এবং মুতাফায়হিকুনরা। তারা বললেন, আমরা তো ইনিয়ে-বিনিয়ে কথক ও বাচালদের চিনলাম; কিন্তু মুতাফায়হিকুন কারা? তিনি বললেন: অহংকারীরা।”

[সহীহ] - [এটি তিরমিযী বর্ণনা করেছেন।] - [সুনানে তিরমিযি - 2018]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "দুনিয়াতে আমার নিকট তোমাদের মধ্যে সর্বাধিক প্রিয় এবং কিয়ামতের দিন আমার নিকট সর্বাধিক নিকটে বসার অধিকারী হবে সেই ব্যক্তি, যার চরিত্র সর্বোত্তম। আর দুনিয়াতে আমার নিকট তোমাদের মধ্যে সর্বাধিক অপছন্দনীয় এবং কিয়ামতের দিন আমার নিকট সর্বাধিক দূরে বসার অধিকারী হবে সেই ব্যক্তি, যার চরিত্র সবচেয়ে নিকৃষ্ট। তারা হলো, "আস-সারসারুন' তথা যারা অনর্থক বেশি কথা বলে, আল-মুতাশাদ্দিকুন- যারা অহংকারের সাথে কথা বলে, এবং আল-মুতাফাইহিকুন তথা, যারাঅহংকার ও বিদ্রূপের সাথে কথা বলে।" সাহাবায়ে কেরাম বললেন: ‘হে আল্লাহর রাসূল! আমরা 'আস-সারসারুন' ও 'আল-মুতাশাদ্দিকুন' সম্পর্কে জানি, কিন্তু 'আল-মুতাফাইহিকুন' কারা?" নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: "তারা হলো অহংকারী ও মানুষকে বিদ্রূপকারী, যারা কথা বলার সময় মুখ খুলে বাড়াবাড়ি করে।’

হাদীসের শিক্ষা

  1. উত্তম চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা লাভের এবং কিয়ামতের দিন তার নিকটবর্তী হওয়ার কারণ। অন্যদিকে, খারাপ চরিত্র এর বিপরীত।
  2. উত্তম চরিত্র মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতি সৃষ্টির কারণ, আর খারাপ চরিত্র এর বিপরীত।
  3. উত্তম চরিত্র গঠন, বিনয়ী হওয়া এবং কঠোরতা ও কৃত্রিমতা পরিহার করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে।
  4. অতিরিক্ত কথা বলা, অহংকার, আত্মগরিমা ও কৃত্রিমতা থেকে সতর্ক করা হয়েছে।
অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান উইঘুর ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ তেলেগু সুওয়াহিলি তামিল থাই অসমীয়া আমহারিক ডাচ গুজরাটি দারি রোমানিয়ান হাঙ্গেরিয়ান মালাগাসি ইউক্রেনীয় الجورجية المقدونية الخميرية الماراثية
অনুবাদ প্রদর্শন
আরো