عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «لَأَنْ أَقُولَ: سبحان الله، والحمد لله، ولا إله إلا الله، والله أكبر، أَحَبُّ إلَيَّ مِمَّا طَلَعَتْ عليْه الشمسُ».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...
আবূ হুরায়রা রাদিয়াললাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর বলা আমার কাছে যে সকল জিনিসের উপর সূর্য উদিত হয় তা হতে বেশি পছন্দনীয়।”
সহীহ - এটি মুসলিম বর্ণনা করেছেন।
হাদীসটিতে প্রবিত্রতা বর্ণনা, প্রশংসা করা, বড়ত্ব বর্ণনা করা এবং তাওহীদ ও তাকবীরের সহিত আল্লাহর যিকির করার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে। আর এ যিকিরগুলো দুনিয়া ও তাতে যা কিছু রয়েছে তা হতে উত্তম। কারণ, এ গুলো আখিরাতের আমল এবং এ গুলো স্থায়ী নেক কর্ম। এ সবের সাওয়ার অফুরন্ত, কখনো বন্ধ হওয়ার নয়। অথচ দুনিয়া ক্ষণস্থায়ী এবং ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।