উপ-শ্রেণিবিন্যাসসমূহ

হাদীসসমূহের তালিকা

সর্বোত্তম যিকির হচ্ছে, লা-ইলাহা ইল্লাল্লাহ
عربي ইংরেজি ফরাসি
চারটি বাক্য আল্লাহর নিকট অধিক প্রিয়। তুমি যে বাক্য দিয়েই শুরু কর তাতে কোনো ক্ষতি নেই। ১-সুবহানাল্লাহ, ২-আলহামদু লিল্লাহ, ৩-লা-ইলাহা ইল্লাল্লাহু, ৪-আল্লাহু আকবর।
عربي ইংরেজি ফরাসি
দু’টি কলেমা (বাক্য) দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়, জবানে (উচ্চারণে) খুবই সহজ, আমলের পাল্লায় অত্যন্ত ভারী : (তা হচ্ছে,) ‘সুবহানাল্লাহি অবিহামদিহী, সুবহানাল্লাহিল আযীম।’
عربي ইংরেজি ফরাসি
আমার কাছে সুবহানাল্লাহ আল-হামদু লিল্লাহ, ওয়ালা লা-ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা।
عربي ইংরেজি ফরাসি
যখন কোনো সম্প্রদায়ের লোক কোনো মজলিসে বসে আর তাতে আল্লাহর যিকির না করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত না পড়ে, কিয়ামতের দিন তা তাদের জন্য হতাশা ও আফসোসের কারণ হবে।
عربي ইংরেজি ফরাসি
স্থায়ী সৎকর্মসমূহ হল, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবাহানাল্লাহ, আল্লাহু আকবর, আল-হামদু লিল্লাহ আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
عربي ইংরেজি ফরাসি
কেউ যখন বলে, (لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ) আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই আর আল্লাহ মহান। তখন তার রব তার এ কথা সত্যায়ন করে বলেন, (لَا إِلَهَ إِلَّا أَنَا، وَأَنَا أَكْبَرُ) হ্যাঁ, আমি ব্যতীত কোনো সত্য ইলাহ নেই আর আমি মহান।
عربي ইংরেজি ফরাসি