+ -

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «ما قعد قوم مقعداً لم يذكروا الله، ولم يصلوا على النبي صلى الله عليه وسلم إلا كان عليهم حسرة يوم القيامة».
[صحيح] - [رواه الترمذي]
المزيــد ...

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, যখন কোনো সম্প্রদায়ের লোক কোনো মজলিসে বসে আর তাতে আল্লাহর যিকির না করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত না পড়ে কিয়ামতের দিন তা তাদের জন্য হতাশা ও আফসোসের কারণ হবে।
[সহীহ] - [এটি তিরমিযী বর্ণনা করেছেন।]

ব্যাখ্যা

এ হাদীসটি ঐ সম্প্রদায়ের লোকের অনুশোচনা ও হতাশার প্রমাণ বহন করে, যারা কোনো মজলিসে বসল এবং সে মজলিস থেকে উঠল অথচ তাদের অন্তরে এবং মুখে আল্লাহর যিকির এবং রাসূলের আলোচনা করা ও তার ওপর সালাত পড়া হলো না। কিয়ামতের দিন এ ধরনের মজলিস তাদের জন্য আফসোসের কারণ হবে। কারণ, তারা তা থেকে কোনো উপকার হাসিল করতে পারে নি। বিষয়টি বৈধ মজলিস সম্পর্কে, কিন্তু যে সব মজলিস হারাম; যাতে গীবত, সমালোচনা ও অন্যান্য খারাপ কর্ম হয়, তার সম্পর্কে তোমার কি ধারণা হতে পারে? সুতরাং উচিত হলো মজলিসকে আল্লাহর যিকির ও তার রাসূলের ওপর সালাত পাঠ দ্বারা আবাদ করা।

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম সুওয়াহিলি তামিল অসমীয়া আমহারিক ডাচ গুজরাটি
অনুবাদ প্রদর্শন
আরো