+ -

عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ رضي الله عنه:
أَنَّ رَجُلًا أَكَلَ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشِمَالِهِ، فَقَالَ: «كُلْ بِيَمِينِكَ»، قَالَ: لَا أَسْتَطِيعُ، قَالَ: «لَا اسْتَطَعْتَ»، مَا مَنَعَهُ إِلَّا الْكِبْرُ، قَالَ: فَمَا رَفَعَهَا إِلَى فِيهِ.

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2021]
المزيــد ...

সালামা ইবনুল আকওয়া‘ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন:
أَنَّ رَجُلًا أَكَلَ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشِمَالِهِ، فَقَالَ: «كُلْ بِيَمِينِكَ»، قَالَ: لَا أَسْتَطِيعُ، قَالَ: «لَا اسْتَطَعْتَ»، مَا مَنَعَهُ إِلَّا الْكِبْرُ، قَالَ: فَمَا رَفَعَهَا إِلَى فِيهِ. এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লামের পাশে বাম হাতে আহার করছিল। তিনি বললেন: “তুমি তোমার ডান হাতে আহার করো।” সে বললো, আমি পারবো না । তিনি বললেন: “তুমি যেন না-ই পারো।” একমাত্র অহংকারই তাকে বাধা দিচ্ছে। সালামা রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, সে আর তার ডান হাত মুখের কাছে তুলতে পারেনি।

[সহীহ] - [এটি মুসলিম বর্ণনা করেছেন।] - [সহীহ মুসলিম - 2021]

ব্যাখ্যা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বাম হাতে আহার করতে দেখলেন। তিনি তাকে ডান হাতে আহার করতে নির্দেশ দিলেন। কিন্তু লোকটি অহংকার ও অস্বীকার করে উত্তর দিল যে, সে ডান হাতে আহার করতে পারে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্যে বদ-দো‘আ করলেন যে, সে যেন ডান হাতে খেতে না পারে। আল্লাহ তা‘আলা তাঁর নবীর দো‘আ কবুল করলেন। তার ডান হাত অবশ হয়ে যায়। এর পর থেকে সে আর ডান হাত দিয়ে খাবার ও পানীয় মুখে তুলতে পারতো না।

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান উইঘুর ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি থাই জার্মানি পশতু অসমীয়া আলবেনি সুইডিশ আমহারিক ডাচ গুজরাটি কিরগিজ নেপালি ইউরুবা লিথুনীয় দারি সার্বিয়ান সোমালি কিনিয়ারওয়ান্ডা রোমানিয়ান হাঙ্গেরিয়ান চেক الموري মালাগাসি অরমো কন্নড় الولوف আজারী ইউক্রেনীয় الجورجية
অনুবাদ প্রদর্শন

হাদীসের শিক্ষা

  1. ডান হাত দিয়ে খাবার খাওয়া ওয়াজিব এবং বাম হাত দিয়ে খাবার খাওয়া হারাম।
  2. ইসলামী শরী‘আহর হুকুম বাস্তবায়নে অহংকারকারী শাস্তির উপযুক্ত।
  3. আল্লাহ তা‘আলা তাঁর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের দো‘আ কবুল করার মাধ্যমে তাকে সম্মান দিয়েছেন।
  4. সর্বাবস্থায় সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা শরী‘আহ অনুমোদিত এমনকি খাবার গ্রহণের সময়ও।
আরো