+ -

عن أبي هريرة رضي الله عنه قال: كُنَّا مع رسولِ اللهِ صلى الله عليه وسلم إِذْ سَمِعَ وَجْبَةً، فقال: «هَلْ تَدْرُونَ ما هَذَا؟» قُلْنَا: اللهُ ورسولُهُ أَعْلَمُ. قال: «هَذَا حَجَرٌ رُمِيَ به في النَّارِ مُنْذُ سبْعِينَ خَرِيفًا، فهو يَهْوِي فِي النَّارِ الآنَ حتى انتهى إلى قَعْرِهَا فَسَمِعْتُمْ وَجْبَتَهَا».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, সহসা তিনি ধপাস শব্দ শুনলেন। তিনি বললেন, তোমরা কি জান এটি কী? আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসূল অধিক জানেন। তিনি বললেন, “এটি একটি পাথর, সত্তর বছর আগে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। সেটি এখনো জাহান্নামের নিচে পতিত হচ্ছে, যখন তার তলদেশে গিয়ে পৌঁছল, তোমরা তার ধপাস করে পড়ার শব্দ শুনেছ।”
[সহীহ] - [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

ব্যাখ্যা

সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, ইত্যবসরে তারা ধপাস শব্দ শুনলেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বললেন, তোমরা জান এটি কী? তারা বলল, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, “এটি একটি পাথরের শব্দ, সত্তর বছর আগে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, সেটি এখনো নিচে পতিত হচ্ছে, যখন তার তলদেশে গিয়ে পৌঁছল, তখন তার পড়ার আঘাতে জাহান্নামের কেঁপে উঠার শব্দ তোমরা শুনেছ।”

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি থাই পশতু অসমীয়া সুইডিশ আমহারিক ডাচ গুজরাটি কিরগিজ নেপালি সার্বিয়ান রোমানিয়ান মালাগাসি কন্নড় الجورجية
অনুবাদ প্রদর্শন
আরো