+ -

عن جَرير رضي الله عنه قال: سألت رسول الله صلى الله عليه وسلم عن نظر الفَجْأَةِ فقال: «اصْرِف بَصَرك».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

জারীর রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে (অপরিচিত নারীর প্রতি) হটাৎ দৃষ্টি সম্পর্কে জিজ্ঞাসা করি। তিনি বলেন, “তুমি তোমার দৃষ্টিকে ফিরিয়ে নাও।”
[সহীহ] - [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

ব্যাখ্যা

জারীর ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে (অপরিচিত নারীর প্রতি) হঠাৎ দৃষ্টিপাত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। আর হঠাৎ দৃষ্টিপাত হলো, কোনো ব্যক্তির সামনে দিয়ে কোনো নারী অতিক্রম করলে তার প্রতি উদ্দেশ্যহীন ভাবে হঠাৎ তাকানো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “তুমি তোমার দৃষ্টিকে ফিরিয়ে নাও।” অর্থাৎ তোমার দৃষ্টি ডানে বা বামে ফিরিয়ে নাও, যাতে অপলক তাকিয়ে থাকার কারণে তোমার পাপ না হয়। শরহি রিয়াদুস সালিহীন, ইবন ‘উসাইমীন (6/363)

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা মালয়ালাম সুওয়াহিলি থাই পশতু অসমীয়া আমহারিক ডাচ গুজরাটি কিরগিজ নেপালি
অনুবাদ প্রদর্শন
আরো