عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: «ليس شيءٌ أكرمَ على الله من الدعاء».
[حسن] - [رواه الترمذي وابن ماجه وأحمد]
المزيــد ...

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মারফূ হিসেবে বর্ণিত, মহান আল্লাহর নিকট দু‘আর চেয়ে অধিক ফযীলতপূর্ণ আর কিছু নেই।
হাসান - এটি ইবন মাজাহ বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

“মহান আল্লাহর নিকট দু‘আর চেয়ে অধিক ফযীলতপূর্ণ কোনো জিনিস নেই।” কেননা এটা ইবাদত। আর ইবাদত হচ্ছে ঐ কাজ যার জন্য আল্লাহ সৃষ্টিকূল সৃষ্টি করেছেন। আর দু‘আ আল্লাহর কুদরত ও তার জ্ঞানের প্রশস্ততার প্রমাণ বহন করে। আর দু‘আকারীর অপারগতা ও প্রয়োজনীয়তা প্রমাণ করে। এজন্যই দু‘আ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত এবাদত।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান সিংহলী উইঘুর কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জার্মানি জাপানিজ পশতু
অনুবাদ প্রদর্শন

من فوائد الحديث

  1. দু`আর ফযীলত হলো এটি সবচেয়ে সম্মানী ও উত্তম বিষয়গুলোর একটি।
  2. দু`আর প্রতি উৎসাহ প্রদান এবং তার প্রতি যত্নবান হওয়া। কারণ, এটি আল্লাহর নিকট খুবই মহৎ।
আরো