عن عائشة رضي الله عنها : أن النبي صلى الله عليه وسلم قال: «السِّواك مَطْهَرَةٌ للْفَم مَرْضَاةٌ لِلرَّبِّ».
[صحيح] - [رواه النسائي وأحمد والدارمي]
المزيــد ...

আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মিসওয়াক করা মুখের পবিত্রতা ও রবের সন্তষ্টির কারণ।”
সহীহ - এটি নাসাঈ বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

মিসওয়াক ময়লা, দুর্গন্ধ ও অন্যান্য ক্ষতিকর বস্তু থেকে মুখকে পরিস্কার রাখে। বস্তুত, মুখের বিকৃতিকে দূর করে যে কোনো বস্তু দ্বারা দাতন করলে মিসওয়াকের সুন্নত আদায় হবে। যেমন, যদি টুথ ব্রাশ, পেষ্ট ও ময়লা দূরকারী অন্যান্য বস্তু দিয়ে দাঁত পরিষ্কার করে তবে তা আদায় হয়ে যাবে। ‘সেটা রবের সন্তুষ্টির কারণ’ অর্থাৎ, দাঁতন করা আল্লাহর সন্তুষ্টি লাভের কারণসমহের একটি কারণ। আলেমগণ মিসওয়াক করার অনেক উপকার উল্লেখ করেছেন। যেমন, মুখকে পবিত্র করে, দাঁতের গোড়া মজবুত করে, দৃষ্টি শক্তি বৃদ্ধি করে, কফ দূর করে, সুন্নাত পালন হয়, ফিরিশতারা খুশি হয়, আল্লাহকে সন্তুষ্ট করে, নেকী বৃদ্ধি করে ও পেট ঠিক রাখে।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ জার্মানি জাপানিজ
অনুবাদ প্রদর্শন

ফায়দাসমূহ

  1. মিসওয়াক মুখের পবিত্রতা মাধ্যম।
  2. আল্লাহ তা‘আলা পবিত্রতাকে পছন্দ করেন এবং পবিত্রতা অবলম্বনকারীদের পছন্দ করেন। এ কারণে তিনি তাদের জন্য এমন আমল চালু করেন যা তার সন্তুষ্টি লাভের জন্য সহযোগী হবে।
  3. মিসওয়াকের ফযীলত।
  4. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় উম্মাতদের বেশি বেশি মিসওয়াকা করার প্রতি উৎসাহ প্রদান করেন।
  5. দিনের শুরুতে হোক বা শেষে হোক হাদীসের ব্যাপকতা দ্বারা প্রতিয়মান যে, সিয়ামপালনকারীর জন্য মিসওয়াক করা বৈধ।
  6. মিসওয়াক করা বান্দার প্রতি আল্লাহর সন্তুষ্টির কারণসমূহের একটি কারণ।
  7. আল্লাহর জন্য রিযা-সন্তুষ্টির গুণ সাব্যস্ত।
আরো