عن عبد الله بن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: "هلك المُتَنَطِّعون -قالها ثلاثا-".
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সীমালঙ্ঘনকারীরা ধ্বংস হল। এটি তিনবার বলেছেন।
সহীহ - এটি মুসলিম বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেন যে, কোন কিছুতে বাড়াবাড়ি করা এবং তার গভীরে প্রবেশ করা ধ্বংসের কারণ হয়। এ দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হলো তা থেকে নিষেধ করা। এ ধরনের বিষয়সমূহ হতে একটি বিষয় হলো, ইবাদাতে আত্মাকে এমনভাবে কষ্ট দেওয়া যাতে সে বিরক্ত হয় ও ছেড়ে দেয়। এ থেকে আরেকটি বিষয় হলো, কথার মধ্যে বাড়াবাড়ি করা এবং তার গভীরে প্রবেশ করা। আর অপরাধের বিবেচনায় মারাত্মক বাড়াবাড়ি এবং যার থেকে সতর্ক করা অধিক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে: নেককার লোকদের সম্মান দেখানোর ক্ষেত্রে বাড়াবাড়ি করা, যা এমন পথ পর্যন্ত নিয়ে যায়, যার পরিণতি হয় শির্ক।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী উইঘুর কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জার্মানি জাপানিজ পশতু অসমীয়া আলবেনি السويدية الأمهرية
অনুবাদ প্রদর্শন

হাদীসের শিক্ষা

  1. প্রতিটি বিষয়ে সীমালঙ্ঘন থেকে বিরত থাকার প্রতি উৎসাহ প্রদান। বিশেষ করে ইবাদাত ও নেককার লোকদের সম্মান দেখানোর ক্ষেত্রে।
  2. উম্মাতের মুক্তির জন্য তার কঠিন আগ্রহ এবং দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে তার কঠিন চেষ্টা।
  3. সব বিষয়ে সীমালঙ্ঘন করা হারাম হওয়া।
  4. গুরুত্বপূর্ণ বিষয়কে গুরুত্ব প্রদান করা।
  5. সব বিষয়ে মধ্য পন্থা অবলম্বন করার প্রতি উৎসাহ প্রদান।
  6. ইসলামের মহানুভবতা ও তার সহজতা।
আরো