عن عبد الله بن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: "مَنْ مات وهو يدعُو مِنْ دون الله نِدًّا دخَل النَّار".
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...

আব্দুল্লাহ ইবন মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "c2">“যে ব্যক্তি এ অবস্থায় মারা গেল যে, সে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো শরীককে ডাকে সে জাহান্নামে প্রবেশ করবে”
সহীহ - এটি বুখারী বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসটিতে সংবাদ দেন, যে ব্যক্তি আল্লাহর সাথে খাস এমন কোন কিছুকে গাইরুল্লাহর জন্য সাব্যস্ত করে এবং এর ওপর অবিচল থাকা অবস্থায় সে মারা যায় তাহলে তার পরিণতি অবশ্যই জাহান্নাম।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী উইঘুর কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জার্মানি জাপানিজ পশতু অসমীয়া আলবেনি السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
অনুবাদ প্রদর্শন

হাদীসের শিক্ষা

  1. যে ব্যক্তি শির্কের ওপর মারা যায় সে জাহান্নামে প্রবেশ করবে। যদি বড় শির্ক হয়, তবে সে তাতে চিরদিন থাকবে। আর যদি ছোট শির্ক হয়, আল্লাহ যতদিন চায় তাকে আযাব দিবেন তারপর সে বের হবে।
  2. আমলের শেষ অবস্থাই বিবেচ্য।
  3. দো‘আ ইবাদত। সুতরাং আল্লাহ ছাড়া আর কাউকে তা নিবেদন করা যাবে না।
আরো