عن أبي هريرة رضي الله عنه قال: قلت: يارسول الله، "من أسعد الناس بشفاعتك؟ قال: من قال لا إله إلا الله خالصا من قلبه".
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনার সুপারিশ দ্বারা কে বেশি সৌভাগ্যবান? তিনি বললেন, যে ব্যক্তি তার অন্তর থেকে একনিষ্ঠভাবে বলে লাইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই)
সহীহ - এটি বুখারী বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

আবূ হুরায়রাহ রাদিয়াল্লাহু ‘আনহু রাসূলকে জিজ্ঞেস করলেন, তার সুপারিশ দ্বারা কে বেশি সৌভাগ্যবান ও উপকারী হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানান যে, যারা এই সাক্ষী দিবে। আর সেটি হচ্ছে অন্তর থেকে একনিষ্ঠভাবে এ সাক্ষী দিবে যে, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মাদ তার রাসূল, আর তার সাথে লৌকিকতা ও শির্কের মিশ্রণ ঘটাবে না।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ জার্মানি জাপানিজ পশতু অসমীয়া আলবেনি
অনুবাদ প্রদর্শন

হাদীসের শিক্ষা

  1. শাফাআত সাব্যস্ত হওয়া, ইখলাস ওয়াজিব হওয়া। রিয়ার নিন্দা। এটি কিয়ামাতের শাফা‘আত না পাওয়ার কারণ। আবূ হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহুর ফযীলত।
আরো