+ -

عن سهل بن حنيف رضي الله عنه مرفوعًا: «مَن سَأَل الله تَعَالى الشَّهَادَة بِصِدق بَلَّغَه مَنَازِل الشُّهَدَاء وإِن مَات عَلَى فِرَاشِه».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু ‘আনহু হতে মারফূ‘ হিসেবে বর্ণিত, “যে ব্যক্তি সত্য অন্তর নিয়ে আল্লাহর নিকট শাহাদাত প্রার্থনা করবে, তাকে আল্লাহ তা‘আলা শহীদদের মর্যাদায় পৌঁছাবেন; যদিও তার মৃত্যু নিজ বিছানায় হয়”।
[সহীহ] - [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

ব্যাখ্যা

হাদীসটিতে বলা হয়েছে যে, নিয়্যত সঠিক হওয়াই হলো সাওয়াব ও বিনিময় লাভের কারণ। আর যে ব্যক্তি কোন নেক আমলের নিয়ত করে তাকে তার ওপর সাওয়াব দান করা হবে। যদিও সে আমল করতে সক্ষম হয়নি। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শাহাদাত ও তার দীনের সাহায্য করার নিয়ত করে, আল্লাহ তা‘আলা তার জন্য শহীদদের সাওয়াব দান করবেন যদিও সে তাদের আমল করেননি।

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি থাই পশতু অসমীয়া সুইডিশ আমহারিক ডাচ গুজরাটি কিরগিজ নেপালি রোমানিয়ান মালাগাসি কন্নড়
অনুবাদ প্রদর্শন
আরো