عن أبي مسعود البدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «مَنْ قَرَأَ بِالآيَتَيْنِ مِنْ آخر سُورَةِ البَقَرَةِ في لَيْلَةٍ كَفَتَاه».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

আবূ মাসউদ আল-বাদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "c2">“যে ব্যক্তি সূরা বাকারার শেষ থেকে দুটি আয়াত তিলাওয়াত করল, সে দুটি আয়াত তার জন্য যথেষ্ট হল।”
সহীহ - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দেন, যে ঘুমের আগে সূরা বাকারার শেষ থেকে দুটি আয়াত তিলাওয়াত করল, আল্লাহ তার জন্যে খারাবী ও অপছন্দ কর্মের মোকাবিলায় যথেষ্ট হবেন। যথেষ্ট হবেন এ কথার অর্থ বলা হয়েছে, কিয়ামুল লাইল থেকে অথবা সব ধরনের অযিফা থেকে যথেষ্ট হবে।অথবা উদ্দেশ্য হচ্ছে, কিয়ামুল লাইলে ন্যূনতম পক্ষে এই দু’টি আয়াত পড়লে যথেষ্ট হবে। কেউ আবার অন্য কথা বলেছেন। উপরে যাই উল্লেখ করা হয়েছে সব সহীহ এবং হাদীসের শব্দ সবগুলোকে শামিল করে।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী উইঘুর কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জার্মানি জাপানিজ পশতু অসমীয়া আলবেনি السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
অনুবাদ প্রদর্শন

হাদীসের শিক্ষা

  1. সূরা বাকারার শেষের আয়াতসমূহের ফযীলতের বর্ণনা।
  2. সূরা বাকারার শেষের আয়াতসমূহের তিলাওয়াতকারী থেকে যাবতীয় খারাবী, অনিষ্টতা এবং শয়তান দূর হয়, যখন সে তা রাতে তিলাওয়াত করে।
আরো