عن ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم : "من اقتَبَس شُعْبَة من النُّجوم؛ فقد اقتَبَسَ شُعْبة من السِّحْر، زاد ما زاد".
[صحيح] - [رواه أبو داود وابن ماجه وأحمد]
المزيــد ...

ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা্ইহি ওয়াসাল্লাম বলেছেন, "c2">“যে ব্যক্তি জ্যোতিষ বিদ্যার কিছু শিক্ষা করলো, সে যেন যাদু বিদ্যার একটা শাখা আয়ত্ত করলো। এখন তা যত বাড়ায় বাড়াক।”
সহীহ - এটি ইবন মাজাহ বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

যেহেতু গাইবী বিষয়গুলো এমন বিষয় যেগুলো দ্বারা আল্লাহ নিজেকে প্রাধান্য দিয়েছেন তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোপনীয়তার ওপর অবগত হওয়া ও তাঁর পর্দা উম্মুক্ত করার চেষ্টাকে বাতিল ঘোষণা করেছেন। আর তা থেকে একটি হলো ইলমে নুজুম। এটি হলো নক্ষত্ররাজির অবস্থা দ্বারা জমিনে সংঘটিত বিভিন্ন ঘটনার প্রমাণ দেয়া। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এটি হলো এক প্রকার যাদু। একজন যত বেশি এ ধরনের কাজে লিপ্ত হয়, সে তত বেশি যাদু দ্বারা প্রবাভিত হয়।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী উইঘুর কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জার্মানি জাপানিজ পশতু অসমীয়া আলবেনি السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
অনুবাদ প্রদর্শন

হাদীসের শিক্ষা

  1. নক্ষত্র দ্বারা ভবিষ্যৎ সম্পর্কে সংবাদ দেওয়া হারাম। কারণ, এটি গাইবী ইলমের দাবী করার সমান।
  2. নক্ষত্র দ্বারা সংবাদ দেওয়া যাদুর একটি প্রকার, যেটি হলো তাওহীদের পরিপন্থী।
  3. যখন ইলমে নুজুম শিক্ষা বৃদ্ধি পাবে, তখন যাদু শিক্ষাও বৃদ্ধি পাবে।
  4. যাদু শাখা-প্রশাখায় বিভক্ত হয়।
আরো