শ্রেণিবিন্যাস: আকীদা . বিবিধ নাম ও বিধান .

عن حفصة بنت عمر بن الخطاب رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: "من أتَى عرَّافًا فسأله عن شيء، فصدَّقه لم تُقْبَلْ له صلاةٌ أربعينَ يومًا".
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

হাফসা বিনত উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ”যে ব্যক্তি কোনো গণকের কাছে আসলো তারপর তাকে কোনো কিছু জিজ্ঞাসা করল এবং তাকে বিশ্বাস করল। তার চল্লিশ দিনের সালাত কবুল করা হবে না।”
সহীহ - এটি মুসলিম বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

এ হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সংবাদ দেন, যে ব্যক্তি কোন গণকের কাছে যায় অর্থাৎ যে গাইবী ইলমের দাবি করে তার নিকট গিয়ে গাইবী কোন বিষয় জিজ্ঞাসা করে এবং তার কথা বিশ্বাস করে আল্লাহ তাকে চল্লিশ দিনের সালাতের সাওয়াব থেকে বঞ্চিত করবে। এটি সে যে গুনাহ করেছে এবং কবীরাহ গুনাহে লিপ্ত হয়েছে তার শাস্তি। আর যে বিশ্বাস করল, সে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যা নাযিল হয়েছে তার প্রতি কুফরী করল। যেমনটি অপর একটি হাদীসে এসেছে। যে তার কাছে আসল তার শাস্তি যদি এ হয় তাহলে গণকের শাস্তি কি হতে পারে! এ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই এবং ক্ষমা চাই।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি ইন্ডিয়ান সিংহলী কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জার্মানি জাপানিজ
অনুবাদ প্রদর্শন

ফায়দাসমূহ

  1. গণকের কাছে যাওয়া, তাদের কাছে গাইবী কোন বিষয়ে জানতে চাওয়া এবং তাতে তাদের বিশ্বাস করা নিষিদ্ধ এবং এটি কুফর।
  2. গণনা করা হারাম এবং এটি কবীরাহ গুনাহ।
  3. গুনাহ করার শাস্তি হিসেবে কখনো মানুষ নেক আমলের সাওয়াব থেকে বঞ্চিত হয়।
শ্রেণিবিন্যাসসমূহ
আরো