عن عبد الله بن مالك بن بُحَيْنَةَ رضي الله عنهم : «أن النبي صلى الله عليه وسلم كان إذا صَلَّى فرّج بين يديه، حتى يَبْدُوَ بياضُ إبْطَيْهِ».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

আবদুল্লাহ ইবন ‘মালেক ইবন বুহাইনাহ রাদিয়াল্লাহু ‘আনহুম হতে বর্ণিত: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের সময় উভয় বাহু পৃথক রাখতেন। এমনকি তাঁর বগলের শুভ্রতা দেখা যেতো।
সহীহ - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা করতেন তখন তিনি দুই বাহুকে দুই পার্শ্ব থেকে অনেক দূরে রাখতেন যাতে দুই হাত সেজদায় স্বাভাবিক ও যথাস্থানে থাকতে পারে। আর অধিক প্রসস্থতার কারণে তার বগলের পরিচ্ছন্নতা প্রকাশ পেত। আর এটি এ জন্য যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় ইমাম ছিল অথবা একা সালাত আদায়কারী ছিল। কিন্তু যারা মুক্তাদি যার ছড়ানো দ্বারা তার পাশের লোক কষ্ট পায় তার জন্য এ ধরনের ছড়ানো বৈধ নয়।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান সিংহলী উইঘুর কুর্দি পর্তুগীজ সুওয়াহিলি الدرية
অনুবাদ প্রদর্শন
আরো