+ -

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى الْمُؤْمِنِينَ -أَوْ: عَلَى أُمَّتِي- لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلَاةٍ».

[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 252]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“আমার উম্মতের জন্যে যদি কষ্টসাধ্য না হতো, তাহলে অবশ্যই তাদেরকে প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম”।

[সহীহ] - [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।] - [সহীহ মুসলিম - 252]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিচ্ছেন যে, তাঁর উম্মতের মুমিনদের উপর কষ্ট হওয়ার আশঙ্কা না হলে প্রত্যেক সালাতের সাথে মিসওয়াক ব্যবহার করা তাদের উপর ওয়াজিব করে দিতেন তিনি।

হাদীসের শিক্ষা

  1. নিজ উম্মতের প্রতি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের দয়া এবং তাদের উপর কষ্টের আশঙ্কা।
  2. নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মূলনীতি হল ওয়াজিব হওয়া, যদি না সেটি নফল হওয়ার দলীল সাব্যস্ত হয়।
  3. প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করা মুস্তাহাব এবং তার ফযীলত।
  4. ইবনু দীকীক আল-ঈদ বলেন, সালাতে দাঁড়ানোর সময় মিসওয়াক মুস্তাহাব হওয়ার হিকমত হল সেটি আল্লাহর প্রতি নৈকট্যের হালত, কাজেই ইবাদতের মর্যাদা প্রকাশের জন্য পবিত্রতা ও পরিপূর্ণতার হালত তার দাবি।
  5. হাদীসের ব্যাপকতা সিয়াম পালনকারীর জন্য মিসওয়াককে শামিল করে, যদিও সূর্য ঢলে যাওয়ার পর হয়, যেমন যুহর ও আসর সালাত।
অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান উইঘুর ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি থাই পশতু অসমীয়া সুইডিশ আমহারিক ডাচ গুজরাটি নেপালি ইউরুবা দারি রোমানিয়ান হাঙ্গেরিয়ান الموري কন্নড় الولوف ইউক্রেনীয় الجورجية المقدونية الخميرية الماراثية
অনুবাদ প্রদর্শন