عن أبي الهياج الأسدي قال: قال لي علي رضي الله عنه : «ألا أَبْعَثُك على ما بَعَثَني عليه رسول الله صلى الله عليه وسلم ؟ أن لا تَدْعَ صُورَةً إلا طَمَسْتَها، ولا قَبْرًا مُشْرِفًا إلا سَوَّيْتَه».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

আবূল হাইয়জ আল আসাদি থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে `আলী রাদিয়াল্লাহু `আনহু বললেন, আমি কি তোমাকে সে বিষয়ে প্রেরণ করবো যে বিষয়ে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন? তুমি কোন মূর্তি দেখলে তাকে ধুলিষ্যাৎ করা ছাড়া ছাড়বে না এবং কোন উঁচু কবর দেখলে তাকে মাটির সাথে সমান করা ছাড়া ছাড়বে না।
সহীহ - এটি মুসলিম বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

প্রকাশ্য ও গোপনীয় যে কোন ধরনের শির্কের দিকে নিয়ে যায় এমন সব দরজা বন্ধ করার প্রতি ইসলাম প্রতিজ্ঞাবদ্ধ। `আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের সংবাদ দেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু `আলাইহি ওয়াসাল্লাম তাকে আমীর বানিয়ে পাঠিয়েছেন যাতে তিনি যে কোন প্রতিকৃতি সামনে পান তা যেন ধুলায় মিশিয়ে দেন। কারণ, তাতে আল্লাহর সৃষ্টির সাথে সাদৃশ্য রয়েছে এবং তার সম্মান করা দ্বারা ফিতনায় পড়ার আশঙ্কা রয়েছে যা একজন মানুষকে মূর্তি পুজা করার দিকে ধাবিত করে। এ ছাড়া তিনি যেন কবরের উপরের সব ধরনের নির্মাণ ও বৈধ পরিমাণের চেয়ে অধিক উঁচু করা সব কবর যেন ভেঙ্গে ফেলেন। কারণ, তা উঁচু করাতে কবরবাসী দ্বারা ফিতনায় পড়ার আশঙ্কা রয়েছে এবং তাদেরকে ইবাদত ও তাজীমের ক্ষেত্রে আল্লাহর শরীক বানানোর সম্ভাবনা রয়েছে। আর এ কাজগুলো এজন্য করা হয়েছে যাতে মুসলিমদের ইসলাম বাকী থাকে এবং তাদের আকীদা সঠিক থাকে। এ ছাড়াও প্রতিকৃতি বানানো এবং কবরের উপর নির্মাণ করা তাকে সম্মান ও পবিত্র জানার দিকে ধাবিত করে এবং আল্লাহর হকসমূহ হতে কিছু হক তাকে দান করা হয় যা শির্ক।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী উইঘুর কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জার্মানি জাপানিজ পশতু অসমীয়া আলবেনি السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
অনুবাদ প্রদর্শন

হাদীসের শিক্ষা

  1. প্রতিকৃতি হারাম। সব ধরনের প্রতিকৃতি দূর করা এবং মিশিয়ে দেওয়া ওয়াজিব।
  2. হকের অসিয়ত করা, ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ হতে নিষেধ করা ও ইলম অপরকে পৌঁছে দেওয়া।
  3. নির্মাণ ইত্যাদি দ্বারা কবরকে উঁচু করা হারাম। কারণ, এটি শির্কের মাধ্যম।
  4. কবরের ওপর নির্মিত গম্বুজসমূহ ভেঙ্গে ফেলা ওয়াজিব।
  5. অবশ্যই প্রতিকৃতি যেমন কবরের ওপর কিছু নির্মাণ করা শির্কের মাধ্যম।
  6. উপরে উল্লিখিত বিষয়ের ওপর অতিরিক্ত অর্ন্তভুক্ত হবে হলো, কবরের ওপর আলামাত লাগানো, সুসজ্জিত ও বিভিন্ন রং করা। এগুলোকে মানুষ নাসায়েল বা নাসায়েব বলে না রাখে।
আরো