عن معاوية بن أبي سفيان رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «من يُرِدِ الله به خيرا يُفَقِّهْهُ في الدين».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

মু‘আবিয়া ইবন আবু সুয়িান রাদিয়াল্লাহ ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,"c2">“আল্লাহ যার মঙ্গল চান, তাকে দীনের ‘ইলম দান করেন।”
সহীহ - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

আল্লাহ যে ব্যক্তি কল্যাণ ও উপকার কামনা করেন, তাকে আল্লাহ শরী`আতের বিধানের আলেম ও বিচক্ষণ বানান। ফিকাহ শব্দটি দুটি অর্থে ব্যবহার হয়, এক. শরী`আতের বিস্তারিত দলিল (কুরআন ও সুন্নাহ) থেকে নির্গত কর্ম বিষয়ক বিষয়াবলীর বিধান সম্পর্কে থেকে জানা। যেমন, ইবাদাত ও মুয়ামালাতাতের বিধান। দুই, আল্লাহর দীন সম্পর্কে সামগ্রীক জ্ঞান রাখা। তাতে ঈমানের উসূল, ইসলামের বিধান, হারাম-হালাল, আখলাক ও আদাব সবই শামিল করে।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী উইঘুর কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জার্মানি জাপানিজ পশতু অসমীয়া আলবেনি السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
অনুবাদ প্রদর্শন

হাদীসের শিক্ষা

  1. হাদীসটিতে দীনি জ্ঞানের মহত্বকে প্রমাণ করে এবং তা শেখার প্রতি উৎসাহ প্রদান করে।
  2. ফিকাহ শব্দটি দুটি অর্থে ব্যবহার হয়, এক. যার মাধ্যমে শরী`আতের মূল উৎসমূহ তথা কুরআন ও হাদীস থেকে বিস্তারিত দলিল-প্রমাণসহ ব্যবহারিক জীবনের বিভিন্ন বিধি-বিধান জানা। দুই, আল্লাহর দীন সম্পর্কে সামগ্রীক জ্ঞান রাখা। তাতে ঈমানের উসূল, ইসলামের বিধান, ইহসানের হাকিকত ও হারাম হালাল সবই রয়েছে।
  3. হাদীস থেকে প্রতিয়মান হয়, যে ব্যক্তি দীনি জ্ঞান থেকে বিমুখ হয়, আল্লাহ অবশ্যই তার কল্যাণের ইরাদাহ করেননি।
  4. যে ব্যক্তি ইলমের প্রতি যত্ববান হয়, অবশ্যই আল্লাহ তাকে মহব্বাত করেন। কারণ, আল্লাহ তাকে ইলম লাভ ও ফিকাহের জ্ঞান অর্জনের তাওফীক দেওয়ার দ্বারা তার কল্যাণের ইরাদা করেছেন।
  5. দীনি জ্ঞান অর্জনের কারণে তার প্রশংসা করা হবে। আর যে দীন ছাড়া অন্য কোনো জ্ঞান অর্জন করে তবে তার প্রশংসাও করা হবে না; নিন্দাও করা হবে না। তবে হ্যাঁ, যদি তা কোন ভালো কাজের উপকরণ হয় তবে তা প্রশংসিত হবে। আর যদি খারাপ কাজের হয় তাহলে তা নিন্দনীয় হবে।
আরো