عن معاوية بن أبي سفيان رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «من يُرِدِ الله به خيرا يُفَقِّهْهُ في الدين».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
মু‘আবিয়া ইবন আবু সুয়িান রাদিয়াল্লাহ ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,“আল্লাহ যার মঙ্গল চান, তাকে দীনের ‘ইলম দান করেন।”
সহীহ - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।
আল্লাহ যে ব্যক্তি কল্যাণ ও উপকার কামনা করেন, তাকে আল্লাহ শরী`আতের বিধানের আলেম ও বিচক্ষণ বানান। ফিকাহ শব্দটি দুটি অর্থে ব্যবহার হয়, এক. শরী`আতের বিস্তারিত দলিল (কুরআন ও সুন্নাহ) থেকে নির্গত কর্ম বিষয়ক বিষয়াবলীর বিধান সম্পর্কে থেকে জানা। যেমন, ইবাদাত ও মুয়ামালাতাতের বিধান। দুই, আল্লাহর দীন সম্পর্কে সামগ্রীক জ্ঞান রাখা। তাতে ঈমানের উসূল, ইসলামের বিধান, হারাম-হালাল, আখলাক ও আদাব সবই শামিল করে।