عن عبد الله بن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: «من تَشبَّه بقوم، فهو منهم».
[حسن] - [رواه أبو داود وأحمد]
المزيــد ...

আব্দুল্লাহ ইবন ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেন, "c2">“যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করল সে তাদের অন্তর্ভুক্ত হবে।”
হাসান - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

হাদীসটি ব্যাপকতা বুঝায়। যে ব্যক্তি নেককার লোকদের সাথে সাদৃশ্য রাখে সে নেককার হবে এবং তাদের সাথে তার হাশর করা হবে। আর যে কাফিরদের অথবা ফাসেকদের সাথে সাদৃশ্য রাখে সে তাদের তরীকা ও মাসলাক অনুযায়ীই হবে।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী উইঘুর কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জার্মানি জাপানিজ পশতু অসমীয়া আলবেনি السويدية الأمهرية
অনুবাদ প্রদর্শন

হাদীসের শিক্ষা

  1. কাফেরদের সাথে সাদৃশ অবলম্বন থেকে বিরত থাকা।
  2. নেককার লোকদের সাথে সাদৃশ অবলম্বন করার প্রতি উৎসাহ।
  3. মাধ্যমসমূহের জন্য রয়েছে উদ্দেশ্যসমূহের বিধান। আর বাহ্যিক সাদৃশ অভ্যন্তরীণ মহব্বত সৃষ্টি করে।
  4. সাদৃশ্য গ্রহণের বিস্তারিত আলোচনা এখানে সম্ভব নয়। কারণ, এটি তাশাব্বুহের ধরণ অনুযায়ী এবং তার ওপর ভিত্তি করে যে খারাবী সৃষ্টি হয় বিশেষ করে এ যুগে ভিন্ন ভিন্ন হয়। বরং প্রত্যেকটি মাসআলা শরী‘আতের নসসমূহের সামনে পেশ করা জরুরী।
  5. কাফেরদের সাথে সাদৃশ্য অবলম্বনের নিষিদ্ধ হওয়ার অর্থ হলো, তাদের দীনের বিষয় এবং তাদের সাথে খাস এ ধরনের কোনো বৈশিষ্ট্য বিষয়ে তাদের সাথে সাদৃশ্য অবলম্বন করা। আর যেগুলো এ ধরনের হবে না যেমন প্রযুক্তি শিক্ষা করা তা নিষেধের অর্ন্তভুক্ত হবে না।
আরো