عن أبي مسعود البدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «من دلَّ على خير، فله مثلُ أجرِ فاعلِه».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

আবূ মাস‘ঊদ আল-বাদরী রাদিয়াল্লাহু ‘আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, "c2">“যে ব্যক্তি কোনো কল্যাণের পথ দেখালো, তার জন্য রয়েছে আমলকারীর সমপরিমাণ সাওয়াব।”
সহীহ - এটি মুসলিম বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

এটি একটি মহান হাদীস। হাদীসটি প্রমাণ করে, যে ব্যক্তি অন্যকে কোনো ভালো কাজের দিকে পথ দেখায়, সে আমলকারীর মতোই বিনিময় লাভ করে। এটি সামিল করে কথার দ্বারা পথ দেখানোকে যেমন, তা‘লীম দেওয়া, কাজের দ্বারা পথ দেখানোকে। আর তা হলো উত্তম অনুকরণীয় হওয়া।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী উইঘুর কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জার্মানি জাপানিজ পশতু অসমীয়া আলবেনি السويدية الأمهرية
অনুবাদ প্রদর্শন

হাদীসের শিক্ষা

  1. কল্যাণের প্রতি রাস্তা দেখানোর প্রতি উৎসাহ প্রদান এবং মাধ্যমসমূহের জন্য রয়েছে উদ্দেস্যসমূহের মতোই বিধান।
আরো