+ -

عن أبي موسى عبد الله بن قيس الأشعري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «إنَّ الله تعالى يَبْسُطُ يدَه بالليلِ ليتوبَ مسيءُ النَّهارِ، ويَبْسُطُ يدَه بالنَّهارِ ليتوبَ مسيءُ الليلِ، حتى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

আবূ মূসা আব্দুল্লাহ বিন কায়স আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, “নিশ্চয় আল্লাহ তাআলা তার হাত রাতে প্রসারিত করেন যেন দিনের অপরাধীরা তাওবা করে এবং দিনে তার হাত প্রসারিত করেন যেন রাতের অপরাধীরা তাওবা করে, যে পর্যন্ত না পশ্চিম আকাশে সূর্য উঠবে।”
[সহীহ] - [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

ব্যাখ্যা

“আল্লাহ তাআলা তাওবা কবুল করেন, যদিও দেরি হয়, যখন কোনো মানুষ দিনে পাপ করে, আল্লাহ তার তাওবা কবুল করেন যদিও সে রাতে তাওবা করে। অনুরূপভাবে মানুষ যখন রাতে পাপ করে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করেন যদিও সে দিনের বেলায় তাওবা করে। যে পর্যন্ত না পশ্চিম আকাশে সূর্য উদিত হবে, আর সেটা হচ্ছে কিয়ামতের বড় আলামত।”

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি থাই পশতু অসমীয়া সুইডিশ আমহারিক ডাচ গুজরাটি কিরগিজ নেপালি ইউরুবা দারি সার্বিয়ান সোমালি কিনিয়ারওয়ান্ডা রোমানিয়ান الموري মালাগাসি অরমো কন্নড় الجورجية
অনুবাদ প্রদর্শন
আরো