عن محمود بن لبيد رضي الله عنه مرفوعاً: "أَخْوَفُ ما أخاف عليكم: الشرك الأصغر، فسئل عنه، فقال: الرياء".
[صحيح] - [رواه أحمد]
المزيــد ...

মাহমূদ ইবন লাবীদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ সূত্রে বর্ণিত: "c2">“আমি তেমাদের ওপর যে বিষয়ে সবচেয়ে বেশী ভয় করি তা হচ্ছে ছোট শির্ক। তা সম্পর্কে জানতে চাওয়া হলে, তিনি বলেন: রিয়া (লোক দেখানো)
সহীহ - এটি আহমাদ বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

এ হাদীসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দেন যে, তিনি আমাদের ওপর আশংকা করেন। তিনি যেসব বিষয়ে আশংকা করেন তার একটি হলো ছোট শির্ক। আর তার এ আশংকা করা উম্মাতের প্রতি তার পরিপূর্ণ দয়া ও মেহেরবানী এবং তাদের অবস্থার সংশোধনের প্রতি অধিক আগ্রহী হওয়ার কারণে। এ ছাড়াও শির্কে আসগর অর্থাৎ রিয়া-এর কারণসমূহের ক্ষমতা ও ক্ষতিকর কু-প্রভাবসমূহ সম্পর্কে অবগত হওয়ার কারণে তিনি মুসলিমদের সতর্ক করেন এবং ভয় দেখান যাতে তা মুসলিমদের অজান্তে তাদের মধ্যে প্রবেশ করে কোন ক্ষতি করতে না পারে।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী উইঘুর কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জার্মানি জাপানিজ পশতু অসমীয়া আলবেনি السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
অনুবাদ প্রদর্শন

হাদীসের শিক্ষা

  1. সালেহীনদের উপর রিয়া দাজ্জালের ফিতনা থেকেও বেশি ভয়ংকর।
  2. রিয়া থেকে বিশেষ করে এবং শির্ক থেকে সামগ্রিকভাবে বেঁচে থাকতে হবে।
  3. উম্মতের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া এবং তাদের হিদায়াত ও কল্যাণের জন্য আকাঙ্খা কতই না প্রকট।
  4. শির্ক দুই প্রকার। ছোট শির্ক ও বড় শির্ক। বড় শির্ক হলো, যে সব বিষয় কেবল আল্লাহর সাথে খাস সে সব বিষয়ে গাইরুল্লাহকে (আল্লাহ ব্যতীত অন্য কিছু) আল্লাহর সমান বানানো। আর ছোট শির্ক হলো যে বিষয়গুলোকে কুরআনে ও হাদীসে শির্ক বলা হয়েছে, তবে সেগুলো বড় শির্ক পর্যন্ত পৌঁছেনি। এ দুই শির্কের মধ্যে প্রার্থক্য হলো, বড় শির্ক সমস্থ আমলকে ধ্বংস করে দেয়। আর ছোট শির্ক তার সাথে সম্পৃক্ত আমলকে ধ্বংস করে দেয়। আর বড় শির্ক অপরাধীকে চিরস্থায়ী জাহান্নামী করে আর ছোট শির্ক চিরস্থায়ী জাহান্নামী করে না। আর বড় শির্ক ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয়। আর ছোট শির্ক ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয় না।
আরো