عن عبد الله بن مسعود رضي الله عنه مرفوعاً: "إن من شرار الناس من تُدركهم الساعة وهم أحياء، والذين يتخذون القبور مساجد".
[حسن] - [رواه أحمد]
المزيــد ...

ইবন মাসঊদ রাদিয়াল্লাহু থেকে মারফূ হিসেবে বর্ণিত, "c2">“যাদের জীবনকালে কিয়ামত সংঘটিত হবে এবং যারা কবরকে মসজিদে রূপান্তরিত করবে তারাই সবচেয়ে নিকৃষ্ট লোক।”
হাসান - এটি আহমাদ বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানাচ্ছেন যে, যাদের জীবনকালে কিয়ামত সংঘটিত হবে তারাই সবচেয়ে নিকৃষ্ট লোক। আর তাদের একটি শ্রেণী হচ্ছে ঐ সকল লোক যারা কবরের কাছে এবং কবরমুখী হয়ে সালাত আদায় করে এবং কবরের উপর গম্বুজ তৈরি করে। এটি তাঁর উম্মতের জন্য সতর্কতা স্বরূপ। তারা যেন নবী ও সৎকর্মশীলদের কবরের কাছে এসব নিকৃষ্ট লোকের মতো কাজ না করে।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী উইঘুর কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জার্মানি জাপানিজ পশতু অসমীয়া আলবেনি السويدية الأمهرية
অনুবাদ প্রদর্শন

হাদীসের শিক্ষা

  1. “কিয়ামত সংঘটিত হওয়া সাব্যস্ত।
  2. নিকৃষ্ট মানুষের ওপর কিয়ামত কায়েম হবে।
  3. কবরসমূহের ওপর মসজিদ বানানো এবং তার পাশে সালাত আদায় নিষিদ্ধ। কারণ, মসজিদ হলো যাতে সেজদা করা হয় যদিও তাতে কোনো নির্মাণ না থাকে।
  4. কবরের নিকট সালাত আদায় থেকে সতর্ক করা। কারণ, এটি শির্কের দিকে নিয়ে যায়।
  5. যারা সালেহীনদের কবরসমূহকে সালাত আদায়ের জন্য মসজিদ বানায় তারা অবশ্যই সর্ব নিকৃষ্ট সৃষ্টি। যদিও তার উদ্দেশ্য আল্লাহর নৈকট্য লাভ করা।
  6. শির্ক থেকে বেচে থাকতে হবে এবং যে সব জিনিস শির্কের কারণ হয় এবং শির্কের নিকটে পৌঁছায় তা থেকেও বেচে থাকতে হবে। এ ধরনের মাধ্যম গ্রহণকারীদের উদ্দেশ্য যাই হোক না কেন।
  7. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মু‘জিযা যে, তিনি কবরসমূহের ওপর নির্মাণ করা বিষয়ে যে সংবাদ দিয়েছেন তা বাস্তবে প্রতিফলিত হয়েছে।
আরো