«مَنْ يُحْرَمِ الرِّفْقَ يُحْرَمِ الْخَيْرَ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2592]
المزيــد ...
জারীর ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ সনদে বর্ণিত: “যাকে কোমলতা থেকে বঞ্চিত করা হলো তাকে সকল কল্যাণ থেকে বঞ্চিত করা হলো।”
[সহীহ] - [এটি মুসলিম বর্ণনা করেছেন।]
প্রত্যেক বিষয়ে কোমলতা অবলম্বনের প্রতি হাদীসে উৎসাহ প্রদান করা হয়েছে। আর যে ব্যক্তি কঠোরতা ও হিংস্রতা অবলম্বন করে, তাকে তার কর্মে মঙ্গল থেকে বঞ্চিত করে দেওয়া হয়।