+ -

عن عبد الله بن بسر رضي الله عنه قال: أتى النبي صلى الله عليه وسلم رجل، فقال: يا رسول الله إن شرائع الإسلام قد كثرت علينا، فبابٌ نتمسك به جامع؟ قال: «لا يزال لسانك رَطْبًا من ذكر الله عز وجل ».
[صحيح] - [رواه الترمذي وابن ماجه وأحمد]
المزيــد ...

আবদুল্লাহ ইবন বুসর রাদিয়াল্লাহু আনহু থেকে মরফূ‘ হিসেবে বর্ণিত, এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসুল! আমাদের ওপর ইসলামের শারী‘আতের বিষয় অনেক হয়ে গেছে। সুতরাং আমাদেরকে একটি বিষয় জানান, যা আমরা শক্তভাবে আঁকড়ে ধরব। তিনি বললেন: “সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তা‘আলার যিকির দ্বারা সিক্ত থাকে।”
[সহীহ] - [এটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। - এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।]

ব্যাখ্যা

এ হাদীসে বর্ণিত হয়েছে যে, সাহাবায়ে কেরামের মধ্য থেকে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একটি সহজ বিষয় জানতে চাইলেন যার মধ্যে সকল কল্যাণ নিহিত আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহর যিকিরের নির্দেশ দিলেন। তিনি বললেন, সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তা‘আলার যিকির দ্বারা সিক্ত থাকে। দিন ও রাতের মুহূর্তগুলোতে তুমি যিকিরে রত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য যিকিরকে বাছাই করলেন; যেহেতু এটি হালকা, তার ওপর সহজ ও তার সাওয়াব বহুগুণ এবং তার মহান উপকারগুলো গুনে শেষ করা যায় না।

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম সুওয়াহিলি থাই জার্মানি পশতু অসমীয়া আমহারিক ডাচ গুজরাটি নেপালি রোমানিয়ান মালাগাসি অরমো
অনুবাদ প্রদর্শন
আরো