+ -

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا تَحْلِفُوا بِالطَّوَاغِي، وَلَا بِآبَائِكُمْ».

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 1648]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আব্দুর রহমান ইবন সামুরাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“তাগুত ও তোমাদের বাপ-দাদার নামে কসম কর না”।

[সহীহ] - [এটি মুসলিম বর্ণনা করেছেন।] - [সহীহ মুসলিম - 1648]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াগীর নামে শপথ করা থেকে নিষেধ করেছেন, তাওয়াগী হলো তাগিয়্যাহ শব্দের বহুবচন। এগুলো সেসব মূর্তি মুশরিকরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করতেন। এগুলো তাদের সীমালঙ্ঘন ও কুফরির কারণ ছিল। তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বাপ-দাদার নামে শপথ করা থেকে নিষেধ করেছেন। কারণ, প্রাক-ইসলামী যুগে গর্ব ও শ্রদ্ধার বশবর্তী হয়ে বাপ-দাদার নামে শপথ করা আরবদের রীতি ছিল।

হাদীসের শিক্ষা

  1. আল্লাহ ও তাঁর নাম ও গুণাবলী ছাড়া শপথ করা জায়েয নয়।
  2. তাওয়াগীত, বাপ-দাদা, নেতা, মূর্তি এবং তাদের মত অন্যান্য বাতিল জিনিসের নামে শপথ করা হারাম।
  3. আল্লাহ ব্যতীত অন্য কিছুর নামে শপথ করা ছোট শিরক এবং কখনো এটি বড় শিরক হতে পারে, যদি সে তার অন্তরে যার শপথ করছে তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে এবং তাকে সেভাবে শ্রদ্ধা করে যেমন সে আল্লাহর প্রতি শ্রদ্ধা পোষণ করে বা তার জন্য ইবাদতের কোন হক রয়েছে বলে বিশ্বাস করে।
অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান উইঘুর ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি থাই পশতু অসমীয়া সুইডিশ আমহারিক ডাচ গুজরাটি কিরগিজ নেপালি লিথুনীয় দারি সার্বিয়ান কিনিয়ারওয়ান্ডা রোমানিয়ান হাঙ্গেরিয়ান চেক الموري মালাগাসি الولوف আজারী ইউক্রেনীয় الجورجية المقدونية الخميرية الماراثية
অনুবাদ প্রদর্শন
আরো