+ -

عن أبي عَبْس عبد الرحمن بن جبر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «ما اغْبَرَّتْ قَدَمَا عَبْدٍ في سَبِيل الله فَتَمَسَّهُ النَّار».
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...

আবু আব্স আব্দুর রহমান ইবন জাবর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দার দু’টি পা আল্লাহর পথে ধুলায় ধূসরিত হবে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না”।
[সহীহ] - [এটি বুখারী বর্ণনা করেছেন।]

ব্যাখ্যা

হাদীসের অর্থ: যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করার উদ্দেশ্যে রাস্তায় বের হয় এবং তার দু’টি পা তাঁর রাস্তায় ধুলায় ধূসরিত হয়, সেটা তার জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। বুখারীর বর্ণনায় এসেছে, “যার দু’টি পা আল্লাহর পথে ধুলায় ধূসরিত হবে আল্লাহ তাকে জাহান্নামের উপর হারাম করে দিবেন”।

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান উইঘুর ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম সুওয়াহিলি থাই পশতু অসমীয়া আমহারিক ডাচ গুজরাটি নেপালি
অনুবাদ প্রদর্শন
আরো