عن عبدالله بن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال: «ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام» يعني أيام العشر. قالوا: يا رسول الله، ولا الجهاد في سبيل الله؟ قال: «ولا الجهاد في سبيل الله، إلا رجل خرج بنفسه وماله، فلم يَرْجِعْ من ذلك بشيء»
[صحيح] - [رواه البخاري، وهذا لفظ أبي داود وغيره]
المزيــد ...

আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "c2">“আল্লাহর নিকট এ দিনগুলো অপেক্ষা আর কোনো দিনে নেক আমল করা অধিক প্রিয় নয়।” অর্থাৎ দশ দিন। তারা বলল, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি নয়? তিনি বললেন, "c2">“আল্লাহর রাস্তায় জিহাদ করাও নয়। তবে এক ব্যক্তি জান ও মাল নিয়ে বের হলো; অথচ তার কিছুই নিয়ে সে বাড়ি ফিরল না তার কথা ভিন্ন।”
সহীহ - এটি বুখারী বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের বাণী "c2">“আল্লাহর নিকট এ দিনগুলো অপেক্ষা আর কোনো দিনে নেক আমল করা অধিক প্রিয় নয়।” অর্থাৎ যিলহজ মাসের দশ দিন। তারা বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি নয়? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করাও নয়। তবে এক ব্যক্তি জান ও মাল নিয়ে বের হলো; অথচ তার কিছুই নিয়ে সে বাড়ি ফিরল না তার কথা ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের বাণী: "c2">“নেক আমল”- সালাত, সাদাকাহ, সাওম, যিকির, তাকবীর, কুরআন তিলাওয়াত, মাতা-পিতার সাথে সদ্ববহার, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, মাখলুকের প্রতি দয়া করা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার ইত্যাদি সব ধরনের নেক আমলকে শামিল করে। তাই এ দিবসগুলোতে সুন্নাত হলো সাওম পালন করা। তবে যিলহজের দশম তারিখ ছাড়া। কারণ, ঈদের দিন সাওম পালন করা নিষিদ্ধ। এটি দলীল রয়েছে যিল হজ মাসের প্রথম দশ দিনের মধ্যে নেক আমল করার ফযীলাতের ওপর। এতে আরও প্রমাণিত হয় যে, জিহাদ সর্বোত্তম আমল। এ কারণেই সাহাবীগণ বলেছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করাও নয়? এতে আরও ফযীলত রয়েছে সে করুণ অবস্থার যখন একজন মানুষ তার জান ও মাল নিয়ে অর্থাৎ বাহন ও অস্ত্র নিয়ে আল্লাহর রাস্তায় বের হলো, তারপর সে শহীদ হলো এবং তার বাহন ও অস্ত্র দুশমনেরা ছিনিয়ে নিল। এ লোকটি তার জান ও মাল আল্লাহর রাস্তায় হারালো। সুতরাং সে ব্যক্তি অবশ্যই একজন উত্তম মুজাহিদ। এ লোকের আমল যিলহজের দশ দিনের আমল থেকে উত্তম। আর যদি তার এ আমলটি দশ দিনের মধ্যে সংঘটিত হয়, তবে তার আমলের ফযীলত আরও বৃদ্ধি পাবে।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী উইঘুর কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জার্মানি জাপানিজ পশতু অসমীয়া আলবেনি السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
অনুবাদ প্রদর্শন

হাদীসের শিক্ষা

  1. বছরের অন্যান্য দিনগুলোর তুলনায় যিলহজ মাসের দশ দিনের ফযীলত বর্ণিত হয়েছে।
  2. যিলহজ মাসের প্রথম দশ দিন সাওম পালন করা মুস্তাহাব।
  3. ঈসলামে জিহাদের ফযীলত অপরিসীম।
  4. কোন কোন সময়কে কোন কোন সময়ের উপর ফযীলত দেওয়া।
  5. যাকে দাওয়াত দেওয়া হয় তার জন্য আদব হলো যা তার কাছে অস্পষ্ট থাকে সে সম্পর্কে প্রশ্ন করা।